লক্ষীছড়ি : খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার সদর ইউনিয়নের যতীন্দ্র কার্বারী পাড়ায় (মুড়ো পাড়া) পাহাড় ধসের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ইতন চাকমা (৭), পিতা- দেবব্রত চাকমা (হেঙোত্যা)।
আজ রবিবার (১৮ জুন) ভোরে প্রবল বর্ষণের ফলে বাড়ির উপর পাহাড় ধসে পড়ে। এতে মাটিচাপা পড়ে ইতন চাকমা মারা যায়। এ ঘটনায় তার মা রূপসি চাকমাও আহত হয়েছেন বলে জানা গেছে।
পাহাড় ধসের ফলে তাদের বাড়িটিও সম্পুর্ণ বিধ্বস্ত হয়ে যায়।
লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে প্রবল বর্ষণের ফলে ধুরুং নদীসহ লক্ষীছড়ি উপজেলার পার্শ্ববর্তী নদী-ছড়ায় ব্যাপক বন্যা দেখা দেয়। এতে উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়িসহ বেশ কিছু বাড়ি পানির নীচে তলিয়ে যায় বলে জানা গেছে।
————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।