লক্ষ্মীছড়িতে নব্যমুখোশ সদস্য কর্তৃক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের নিন্দা ও প্রতিবাদ এইচডব্লিউএফ’র

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১২ মে ২০২৩

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাসৃষ্ট নব্য মুখোশবাহিনী সদস্য সুজন চাকমা (দুর্জয়) কর্তৃক এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)।

আজ শুক্রবার (১২ মে ২০২৩) হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও সাধারণ সম্পাদক রিতা চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে অবিলম্বে সুজনকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় রাষ্ট্রীয় ধ্বংসাত্মক পলিসীর কথা তুলে ধরে বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনা মোতায়েন ও সেটলার পুনর্বাসনের ফলে নারী ধর্ষণের ঘটনা প্রথম পরিলক্ষিত হয়। ফলে আগে পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের শব্দটি অপরিচিত হলেও এখন রাষ্ট্রীয় প্ররোচনায় পাহাড়ি কর্তৃক ধর্ষণের ঘটনা বিচ্ছিন্ন ভাবে ঘটেই চলেছে। যা পার্বত্য চট্টগ্রামের জন্য ভয়ংকর পরিস্থিতি বিরাজ করবে।

অপরাধমূলক কর্মকাণ্ডে প্রশাসনের ভূমিকা তুলে ধরে নেতৃদ্বয় বলেন, গত বছরের ২৭ জুন খাগড়াছড়ির ভাইবোনছড়াতে এই একই নব্য মুখোশ বাহিনীর চারজন সদস্য পিন্টু, সাধু, মিশন ও জ্যাকসন এক গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণ করেছিল। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ দুর্বৃত্তদের গ্রেফতার করেনি। বরং ধর্ষকরা এখনও একই জায়গায় প্রশাসনের নাকের ডগায় বিভিন্ন অপরাধমূলক কাজ করেই যাচ্ছে।

বিবৃতিতে তারা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ধর্ষণের ঘটনার বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

নেতৃদ্বয় অবিলম্বে ধর্ষণে জড়িত নব্যমুখোশ বাহিনীর সদস্য সুজন চাকমাসহ পিন্টু, জ্যাকশন, সাধু, মিশন চাকমাদের গ্রেফতাপূবর্ক বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ১০ মে ২০২৩ রাত ১১ টার দিকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় ধন্যেকুমার চাকমার ছেলে সেনাসৃষ্ট নব্য মুখোশ বাহিনীর সদস্য সুজন চাকমা এক এসএসসি পরীক্ষার্থীকে পথ দেখিয়ে দেওয়ার নাম করে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে অশ্লীল ভাষায় গালি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। জানা যায়, ভিক্টিমের পরিবার এখনও মুখোশ দুর্বত্তদের হুমকির কারণে ভয়ে মামলা করতে পারেনি।

সংগঠনটির কেন্দ্রীয় সদস্য এন্টি চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More