লক্ষ্মীছড়িতে পিসিপি ও যুব ফোরামের নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদ পিসিপি’র

0
94

খাগড়াছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের ‘নভাঙ্গা’ নামক স্থানে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের ৫ নেতা-কর্মীর ওপর সেনা মদদপুষ্ট মুখোশ সন্ত্রাসীদের সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ মাধ্যমে এক যুক্ত বিবৃতি দিয়েছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয় সভাপতি সুনয়ন চাকমা ও সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরা।

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর ২০২১) সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে ঘটনার বর্ণনা দিয়ে নেতৃবৃন্দ বলেন, ’গত রবিবার (২৬ সেপ্টেম্বর ২০২১) সকাল ৯ টার দিকে সাংগঠনিক কাজে যাওয়ার পথে পিসিপি ও যুব ফোরামের নেতা-কর্মীরা ‘নভাঙ্গা’য় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সেনাপালিত মুখোশ সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে অতর্কিতে ব্রাশ ফায়ার করে। এতে কোন রকমে পালিয়ে গিয়ে তারা নিজেদের রক্ষা করতে সক্ষম হন। হামলার সময় দুল্যাতলী সেনা ক্যাম্পের একটি সেনাদল ঘটনাস্থলের পাশে অবস্থান করে সন্ত্রাসীদের নিরাপত্তার দায়িত্ব পালন করে। ঘটনার পর সেনারা সশস্ত্র মুখোশ দলটিকে মাইক্রোবাসে করে লক্ষ্মীছড়ি উপজেলা সদরের দিকে নিয়ে যায় বলে স্থানীয়দের মারফত জানা যায়। সন্ত্রাসী দলটিতে জ্যোতিষ দেওয়ান ও শ্যামল কান্তি চাকমা মূল নেতৃত্বে ছিলেন’।

নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, ইদানিং পার্বত্য চট্টগ্রামে অতিমাত্রায় শাসকগোষ্ঠীর দমনপীড়ন লক্ষ্য করা যাচ্ছে। মুখোশ বাহিনী গঠন করে, তাদের ভয়ানক মারণাস্ত্রে সজ্জিত করে ও আশ্রয়-প্রশ্রয় দিয়ে রাজনৈতিক নেতা-কর্মীসহ নিরীহ জনসাধারণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। সেনা-প্রশাসনের ছত্রছায়ায় থেকে খুন-গুম-অপহরণ থেকে কোন কিছুই বাদ রাখছে না। অন্যদিকে বান্দরবানে তথাকথিত মগ পার্টির নামে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। প্রতিনিয়ত সেনা-মুখোশ সন্ত্রাসীরা যৌথভাবে রাত-বিরাতে জুম্ম গ্রামগুলোতে হানা দিয়ে তল্লাশীর নামে নিরীহ জনসাধারণকে হয়রানি-নির্যাতন করছে। রাজনৈতিক নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো জামিন হওয়া সত্তেও মুক্তি না দিয়ে জেল গেইট থেকে পুনরায় নতুন মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় দমন-পীড়ন নীতির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শুভাশীষ চাকমা স্বাক্ষরে বিবৃতিটি সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.