
লক্ষ্মীছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনা মদদপুষ্ট মুখোশ সন্ত্রাসী কর্তৃক নন্দ চাকমা নামে এক ব্যক্তি মারধরের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর ২০২১) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক গ্রহণের জন্য ৩নং বর্মাছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এক মেম্বার প্রার্থীর সাথে নন্দ চাকমা লক্ষ্মীছড়ি উপজেলা সদরে গেলে সন্ত্রাসীরা তাকে ধরে নিয়ে মারধর করে বলে জানা যায়।
মারধরের শিকার নন্দ চাকমা বর্মাছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কুতুবছড়ি পাড়ার রবিধন চাকমার ছেলে।
চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি
এদিকে, সেনা মদদপুষ্ট সন্ত্রাসীরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ (৭ ডিসেম্বর) নির্বাচনী প্রতীক গ্রহণের জন্য প্রার্থীরা উপজেলা সদরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গেলে সন্ত্রাসীরা প্রকাশ্যে প্রার্থীদের ডেকে নিয়ে চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করে বলে জানা যায়। এ নিয়ে প্রার্থীরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, উক্ত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে লক্ষ্মীছড়ি সদরের সেনা জোনের পার্শ্ববর্তী স্থানে আস্তানা গেড়ে সশস্ত্রভাবে অবস্থান করে জোরপূর্বক চাঁদাবাজি, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। সেনা জোনের তত্ত্বাবধানে তারা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন কোন পদক্ষেপ না নেওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন