লক্ষ্মীছড়ির হুদুকছড়িতে সচেতন এলাকাবাসীর উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
লক্ষ্মীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৯ জুলাই ২০২৩

‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস’ উপলক্ষে গতকাল ২৮ জুলাই ২০২৩, শুক্রবার খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ‘পরিবেশ রক্ষার্থে সচেতন লক্ষ্মীছড়ি এলাকাবাসী’র উদ্যোগে প্লাস্টিক-পলিথিন বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।
‘আসুন, আমাদের গ্রহকে ধ্বংসের হাত থেকে রক্ষা করি’ শ্লোগানে আয়োজিত কর্মসূচিতে এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় এলাকার জনপ্রতিনিধি পাইচিমং মারমা পরিবেশ বিপর্যয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনায় বলেন, গোটা বিশ্ব আজ পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন। তার প্রভাব আমাদের এখানেও দেখা যাচ্ছে। দিন দিন বৃষ্টিপাত কমে গিয়ে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। ফলে জনজীবনে বিরূপ প্রভাব পড়ছে।

তিনি আরো বলেন, আমরা দৈনদিন নিত্যপ্রয়োজনীয় জিনিস হিসেবে প্লাস্টিকের ব্যবহার করে থাকি। আর কাজ শেষে সেই প্লাস্টিক বিভিন্ন জায়গায় ফেলে দিচ্ছি। যার ফলে একদিকে মাটির গুণাগুন নষ্ট হচ্ছে অপরদিকে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি সাধন করছে। তাই আমাদের সকলের পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে হবে। প্লাস্টিক বর্জ্যগুলো যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলে সেগুলো পুড়িয়ে ফেলতে হবে।
সমাজ সেবক লালন চাকমা বলেন, আমাদের সকলকে পরিবেশ ক্ষতিকর কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। তার মধ্যে প্লাস্টিক-পলিথিন বর্জ্য ও ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলা, পরিবেশের ক্ষতিকর সেগুন, রাবার, একাশিয়া, ইউক্লিপটাস ইত্যাদি বিদেশী প্রজাতির গাছ না লাগানো। পরিবেশ দূষণের কারণে বর্তমানে নানা ধরনের রোগ-ব্যাধি সৃষ্টি হচ্ছে। কাজেই আমাদেরকে এখন থেকে সচেতন হতে হবে।
তাদের বক্তব্য শেষে হুদুকছড়ি বাজার, স্কুল ও এলাকার রাস্তা-ঘাট পরিষ্কার করা হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন