লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে গ্রেপ্তারের প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ
পানছড়ি: সেনাবাহিনী কর্তৃক অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান ও নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদের সাধারণ সম্পাদক সুপার জ্যোতি চাকমাকে গ্রেপ্তারের প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদ।
আজ সোমবার (২জানুয়ারি ২০১৭) বিকাল ২:৩০টায় পানছড়ি উপজেলা কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করা হয়। মিছিলটি পানছড়ি বাজার ষ্টেশন ঘুরে কলেজ গেইটে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা। এতে চেঙ্গী ইউপির সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পানছড়ি ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার সঞ্চয় চাকমা, পানছড়ি ত্রিপুরা সংসদের সভাপতি মনিন্দ্র লাল ত্রিপুরা, চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালাচাঁদ চাকমা প্রমুখ ৷
এছাড়া সমাবেশে উল্টাছড়ি চেয়ারম্যান বিজয় কেতন চাকমা, লোগাং ইউপির সাবেক চেয়ারম্যান সমর বিকাশ চাকমা, লতিবান ইউপির সাবেক চেয়ারম্যান শান্তিজীবন চাকমা, উল্টাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ৷
সমাবেশে সংহতি প্রকাশ করেন গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি শাখার সাধারণ সম্পাদক মিন্টু বিকাশ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপেশ চাকমা ও পানছড়ি থানা শাখার সভাপতি হিমেল চাকমা।
সমাবেশ থেকে বক্তাগণ লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যানকে নাটক সাজিয়ে গ্রেপ্তার করে মিথ্যা অস্ত্র মামলা প্রদানের তীব্র সমালোচনা করেন। বক্তাগণ বলেন, লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে অন্যায়ভাবে গ্রেপ্তারের ঘটনা প্রমাণ করিয়ে দেয় পার্বত্য চট্টগ্রামে সরকার এখনো তাদের নিপীড়নমূলক ও বৈষম্যমূলক শাসন বজায় রেখেছে।
বক্তারা অবিলম্বে সুপার জ্যোতি চাকমাকে নিঃশর্ত মুক্তি এবং পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণসহ সংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের উপর এই অন্যায় অত্যাচার অবিলম্বে বন্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানান।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।