লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা জামিনে মুক্ত
খাগড়াছড়ি: দীর্ঘ এক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা।
আজ বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ ইনামুল হক ভুইঞার আদালতে তার জামিন চাওয়া হলে আদালত জামিন মঞ্জুর করেন। এরপর বিকালে তিনি কারাগার থেকে মুক্তি পান।
আদালতে সুপার জ্যোতি চাকমার পক্ষে জামিন আবেদন করেন এ্যাডভোকেট জ্ঞান জ্যোতি চাকমা।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি দিবাগত রাত ২টায় লক্ষ্মীছড়ি জোনের একদল সেনা সদস্য উপজেলা সদরের সরকারি বাসভবন ঘেরাও করে দরজা ভেঙে ‘অস্ত্র উদ্ধার নাটক’ সাজিয়ে সুপার জ্যোতি চাকমাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে সেনা জোনে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালানো হয়। পরদিন সকালে তাঁকে লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তরের পর মিথ্যা অস্ত্র মামলা দিয়ে খাগড়াছড়ি জেলা কারাগারে পাঠানো হয়।
এদিকে, উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ দেখা দেয়। গঠিত হয় সুপার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটি। খাগড়াছড়ি পুরো জেলায় পালিত হয় অবরোধসহ নানা কর্মসূচি।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।