লক্ষ্মীছড়ি॥ খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে নতুন একটি সেনা ক্যাম্প নির্মাণের পাঁয়তারা চলছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, আজ রবিবার লক্ষ্মীছড়ির জোন কমান্ডার লে. ক. মিজানুর রহমান মিজান বর্মাছড়ি যান এবং সেখানে লোকজনের সাথে কথা বলে নতুন একটি ক্যাম্প নির্মাণের ইঙ্গিত দেন।
তিনি বলেন, ‘তোমাদের পাহাড়িরা এই এলাকায় নিরাপত্তার জন্য একটি ক্যাম্প দাবি করেছে, ক্যাম্পটি কোথায় দিলে সুবিধা হবে?’
নাম প্রকাশে অনিচ্ছুক বর্মাছড়ির কয়েকজন বাসিন্দা জোন কমান্ডার মিজানের উদ্ধৃতি দিয়ে সিএইচটি নিউজ ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তবে জোন কমান্ডারের উক্ত কথায় এলাকাবাসী সন্তুষ্ট হতে পারেননি। তারা জানান ছোট্ট বর্মাছড়ি এলাকার আশেপাশে বর্তমানে ৩টি সেনা ক্যাম্প রয়েছে। খিরামে একটি ও শুকনাছড়িতে একটি। এছাড়া আরেকটি ক্যাম্প রয়েছে দূরের গভীর বনে একেবারে বড় মোনের (পাহাড়) গোড়ায়। এমনকি শান্তিবাহিনীর আন্দোলনের সময়ও সেখানে কোন ক্যাম্প ছিল না।
এই তিনটি ক্যাম্পের সেনাদের জ্বালায় প্রাণ বাঁচে না, তার উপর নতুন আরো একটি ক্যাম্প হলে এলাকায় থাকাই দায় হয়ে পড়বে বলে তারা মন্তব্য করেন।
তারা বলেন তাদের জানা মতে কোন পাহাড়ি নতুন ক্যাম্প দাবি করেনি এবং দাবি করার কোন প্রশ্নই উঠতে পারে না।
সেনাবাহিনী আজ পর্যন্ত কোন পাহাড়িকে নিরাপত্তা দিতে পারেনি বরং তাদের নিরাপত্তা হরণ করেছে মন্তব্য করে তারা আরো বলেন, ‘আমরা নতুন কোন ক্যাম্প চাই না। এখানে তো কোন সন্ত্রাসী নেই, সন্ত্রাসী কার্যকলাপ নেই, তারপরও কেন সেনা ক্যাম্প স্থাপনের ষড়যন্ত্র?’
তারা নতুন সেনা ক্যাম্প নয়, বরং লক্ষ্মীছড়ি জোনের অধীন উক্ত তিনটি ক্যাম্প দু’টি তুলে নেয়ার দাবি জানান।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।