লক্ষ্মীছড়ি : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা সদরে স্থানীয় থানার এক পুলিশ সদস্য কর্তৃক ৯ম শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ২০১৭) রাত সাড়ে ৮টায় ইউএনও কার্যালয়ের পার্শ্ববর্তী স্থানে এই ঘটনা ঘটে।
জানা যায়, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে র্যালিতে অংশগ্রহণের জন্য ওই ছাত্রী তার বান্ধবীদের সাথে কথা বলে বাসায় ফেরার পথে ইউএনও কার্যালয়ের পার্শ্ববর্তী স্থানে পৌঁছলে বখাটে পুলিশ সদস্য আনোয়ার শাহাদাৎ তাকে পথরোধ করে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করে। সেটা সম্ভব না হওয়ায় এক পর্যায়ে সে ছাত্রীকে ধর্ষণের উদ্দেশ্যে ধরার চেষ্টা করলে ছাত্রীটি চিৎকার দেয়। তার চিৎকার শুনে আশেপাশের এলাকা থেকে ৪ জন ছাত্র ছুটে এসে শাহাদাৎকে হাতেনাতে ধরে ফেলতে সক্ষম হয়। এ সময় সে (শাহাদাৎ) নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিলে ছাত্ররা তাকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আজ শুক্রবার সকালে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে থানার ওসি বৈঠক করেন। তিনি (ওসি) অভিযুক্ত পুলিশ সদস্য আনোয়ার শাহাদাৎ-কে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে থানা থেকে ক্লোজড করে জেলায় পাঠানো হবে বলে জনপ্রতিনিধিদের জানিয়েছেন।
——————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।