লক্ষ্মীছড়ি : খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে আলোচনা সভা আয়োজনের মাধ্যমে পূর্ণস্বায়ত্তশাসন দাবি উত্থাপন দিবস পালন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) লক্ষ্মীছড়ি উপজেলা শাখা।
“নিপীড়িত মানুষের মুত্তির সনদ পূর্ণস্বায়ত্তশাসনের সংগ্রামকে বেগবান করতে এগিয়ে আসুন” এই আহ্বানে আজ আজ ১০ মার্চ ২০১৯, রবিবার অনুষ্ঠিত আলোচনা সভায় পিসিপি’র লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি নয়ন চাকমার সভাপতিত্বে ও সদস্য জিফল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ-এর কেন্দ্রীয় সদস্য নতুন কুমার চাকমা, লক্ষ্মীছড়ি উপজেলা ইউনিটের সংগঠক চন্দন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক উৎপল চাকমা, পিসিপি’র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মিটন চাকমা ও পিসিপি লক্ষ্মীছড়ি উপজেলা শাখার অর্থ সম্পাদক সজিব চাকমা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জুম্মোদের “ভাগ কর, শাসন কর’ নীতি প্রয়োগ করে দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে এবং নব্য মুখোশ বাহিনী সৃষ্টি করে পার্বত্য চট্টগ্রামে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। সেনাবাহিনীকে দিয়ে অন্যায় ধরপাকড়, রাত-বিরাতের সাধারণ জনগণের বাড়ি তল্লাশি-হয়রানি যেন নিত্য দিনের ঘটনায় পরিণত হয়েছে। বৌদ্ধ ভিক্ষুরাও এই হয়রানির হাত থেকে রেহায় পাচ্ছে না।
বক্তারা জুম্মদের জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য পূর্ণস্বায়ত্তশাসনের কোন বিকল্প নেই উল্লেখ করে বলেন, সরকার ও জনসংহতি সমিতির মধ্যেকার সম্পাদিক চুক্তি পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত জনগণের অধিকার ও শান্তি প্রতিষ্ঠা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। তাই স্থায়ী শান্তি ও জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করতে হলে পুর্ণস্বায়ত্তশাসন আদায় করতে হবে।
সভা থেকে বক্তারা পূর্ণস্বায়ত্তশাসনের আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আগামীতে এই আন্দোলনকে আরো বেগবান করতে এগিয়ে আসার জন্য ছাত্র-যুব সমাজের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ১০ মার্চ ঢাকা প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে পূর্ণস্বায়ত্তশাসন দাবি উত্থাপন করে তিন গণতান্ত্রিক সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, পাহাড়ি গণ পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।
——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।