লক্ষ্মীছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধ কমিটি’র লক্ষীছড়ি উপজেলা শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী শুরু হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় লক্ষীছড়ি উপজেলা সদর কুশিনগর বন বিহার গেটে একটি দেবদারু গাছ লাগিয়ে কর্মসূীচর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। এ সময় ২নং দুল্যাতলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ত্রিলন চাকমা(দয়াধন), লক্ষ্মীছড়ি সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রবীল কুমার চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমানে দেশে বন জঙ্গল উজাড় ও সংরক্ষিত বনাঞ্চল না থাকার কারণে অনেক জীব পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাচ্ছে এবং দেশের তাপমাত্রা বৃদ্ধি, খরা, অতি ঝড় বৃষ্টি হাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশগত সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই এ বিষয়ে দেশের প্রত্যেকটি নাগরিকের সচেতন হতে হবে। গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে।
তারা সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করে পরিবেশ সুরক্ষার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচির প্রথম দিনে লক্ষীছড়ি সদর, মাষ্টার পাড়াসহ বিভিন্ন এলাকার ছাত্র-যুবক ও নারীদের অংশনগ্রহণে কুশিনগর বন বিহার গেট থেকে বন বিহার পর্যন্ত দুই শত দেবদারু গাছ রোপন করা হয়।
লক্ষ্মীছড়ি এলাকার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচী চলবে বলে কর্মসূচির উদ্যোক্তারা জানিয়েছেন।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।