লক্ষ্মীছড়িতে সেটলার দুর্বৃত্তদের ছোঁড়া ইটের আঘাতে এক পাহাড়ি স্কুল ছাত্রী আহত
লক্ষ্মীছড়ি: খাগড়াছড়ি লক্ষ্মীছড়িতে সেটলার দুর্বৃত্তদের ছোঁড়া ইটের আঘাতে এন্টি চাকমা(১০) নামে ৪র্থ শ্রেণীর এক পাহাড়ি স্কুল ছাত্রী আহত হয়েছে।
আজ রবিবার (২২ জানুয়ারি ২০১৭) দুপুর ১২টায় লক্ষীছড়ি সদরে এই ঘটনা ঘটে।
আহত এন্টি চাকমা লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের বাদি পাড়া গ্রামের সিজিবো চাকমার মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ১২টায় এন্টি চাকমা স্কুল থেকে বাসায় ফেরার পথে লক্ষ্মীছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের কাছে পৌঁছলে ওই ছাত্রাবাসে থাকা কয়েকজন সেটলার দুর্বৃত্ত ছাত্রীটিকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। তাদের ছোঁড়া ইট মাথায় লেগে ওই ছাত্রী মাটিতে পড়ে যায়। পরে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এক ব্যক্তি (মারমা) ছাত্রীটিকে উদ্ধার করে লক্ষ্মীছড়ি সেনা জোনে নিয়ে গেলে সেনারা শুধুমাত্র নাপা ট্যাবলেট দিয়ে পাঠিয়ে দেয়। পরে তাকে বাড়িতে নেওয়া হয় বলে জানা গেছে।
————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।