লক্ষ্মীছড়ি : খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে উপজেলায় তিন গ্রামবাসীকে শারীরিক নির্যাতন করেছে সেনাবাহিনী।
নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- বক্ক্যাছড়া গ্রামে তিলক্যা চাকমার ছেলে অনিল চাকমা (৩২) ও নবীরন চাকমা (২৯) এবং বড়েফদা চাকমার ছেলে সন্তু চাকমা (১৮)।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২৮ সেপ্টেম্বর ২০১৮) ভোররাত ৩টার সময় লক্ষ্মীছড়ি জোন থেকে একদল সেনা সদস্য বক্ক্যাছড়া গ্রামে গিয়ে ইউপিডিএফ’র লোক খোঁজার নামে প্রথমে নবীরন চাকমার বাড়ি ঘেরাও করে বিনা অনুমতিতে বাড়ির ভিতর ঢুকে তল্লাশি চালায়।
কিন্তু বাড়িতে অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা নবীরন চাকমাকে সাথে নিয়ে অপর দুই জনের বাড়িতে গিয়ে তিন জনকে ব্যাপক শারীরিক নির্যাতন করার পর ক্যাম্পে ফিরে যায়।
———————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।