
নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ ।। বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে রাবার কোম্পানির লাগিয়ে দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত ম্রো ও ত্রিপুরা জনগোষ্ঠীদের পাশে দাঁড়িয়েছে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ। সংগঠনটি গতকাল রবিবার (২৯ মে ২০২২) ক্ষতিগ্রস্ত লাংকম পাড়া, রেংয়েন পাড়া ও জয়চন্দ্র কার্বারী পাড়ার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী (খাদ্য সামগ্রীসহ ঔষধ ও শিক্ষা সামগ্রী) বিতরণ করেছে।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ভদন্ত চন্দ্রকীর্তি মহাথের ( ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক, পাভিসবা) ভদন্ত বিনয় তিষ্য মহাথের ( অধ্যক্ষ, বান্দরবান আমতলি তঞ্চ্যঙ্গা পাড়া বৌদ্ধ বিহার) ভদন্ত প্রজ্ঞালোক থের ( যুগ্ম-সম্পাদক, পাভিসবা) ভদন্ত জ্ঞানরত্ন থের ( অর্থ সচিব, পাভিসবা) ভদন্ত সুগত লংকার থের ( সাধারন সম্পাদক, পাভিসবা) ভদন্ত কোলিত থের ( যুগ্ম-সম্পাদক, পাভিসবা) ভদন্ত করুনাবংশ থের ( সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, পাভিসবা) সহ ২৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল।

ভিক্ষু সংঘের পক্ষ থেকে যারা এ মহান মানবিক কার্যক্রম সফলতার জন্য সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদেরকে অশেষ কৃতজ্ঞতা ও সাধুবাদ জানানো হয়েছে এবং আগামীতেও এমন মানবিক কার্যক্রমে একাত্মতা প্রকাশ করে এগিয়ে আসার প্রত্যাশা করা হয়।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল লামা রাবার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নামের কোম্পানি কর্তৃক লামার সরই ইউনিয়নের লাংকম পাড়া, রেংয়েন পাড়া ও জয়চন্দ্র কার্বারী পাড়ায় বসবাসরত ম্রো ও ত্রিপুরা গ্রামবাসীদের বংশপরম্পরায় ভোগদখলীয় জুমের জমিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে গ্রামবাসীদের বাগান-বাগিচা, জুমের খেত, বাঁশ ঝাড় পুড়ে শেষ হয়ে যায়। ফলে উক্ত তিন গ্রামের দুই শতাধিক লোক চরম খাদ্য সংকটের মধ্যে পড়ে যায়। উক্ত ঘটনা মিডিয়ায় প্রকাশিত হলে সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় দেখা দেয় এবং বিভিন্ন সংগঠন ও ব্যক্তি ক্ষতিস্তদের মানবিক সাহায্যে এগিয়ে আসে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন