লামায় দুষ্কৃতকারীদের লাগিয়ে দেয়া আগুনে ক্ষতিগ্রস্তদের ইউপিডিএফের আর্থিক সহযোগিতা
![](https://i0.wp.com/chtnews.com/wp-content/uploads/2024/12/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%A9.jpg?resize=1024%2C701&ssl=1)
ক্ষতিগ্রস্তদের হাতে নগদ অর্থ তুলে দেয়া হচ্ছে।
নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
বান্দরবানে লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া গ্রামে ভূমিদস্যুদের পোষ্য দুষ্কৃতকারীদের লাগিয়ে দেয়া আগুনে ঘরপুড়ে ক্ষতিগ্রস্ত ত্রিপুরা সম্প্রদায়ের ১৭ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) ইউপিডিএফের চট্টগ্রাম অঞ্চলের সংগঠক থুইক্যাচিং মারমার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। টিমে অন্যান্যের মধ্যে আরো ছিলেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সুদেব চাকমা, নিউটন চাকমা ও চট্টগ্রাম মহানগর শাখা সাধারণ সম্পাদক অমিত চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা।
![](https://i0.wp.com/chtnews.com/wp-content/uploads/2024/12/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE.jpg?resize=1024%2C666&ssl=1)
ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১০ হাজার করে ১ লক্ষ ৭০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া ঘর অক্ষত থাকা ২ পরিবারকেও ৫ হাজার টাকা করে সহযোগিতা প্রদান করা হয়। সব মিলিয়ে ১৯ পরিবারকে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা সহযোগিতা প্রদান করা হয়েছে।
এ সময় সংক্ষিপ্তভাবে আলোচনা করেন টিমের পক্ষ থুইক্যচিং মারমা ও অমিত চাকমা এবং গ্রামবাসীদের পক্ষে পাইসাপ্রু ত্রিপুরা ও অজারাম ত্রিপুরা।
![](https://i0.wp.com/chtnews.com/wp-content/uploads/2024/12/IMG-20241230-WA0007.jpg?resize=1024%2C447&ssl=1)
ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা
থুইক্যচিং মারমা তাঁর আলোচনায় আগুন দেওয়া দুষ্কৃতকারীদের শাস্তি প্রদানের দাবি জানান। তিনি নিজেদের ভূমি রক্ষায় সকলকে একত্রিত থেকে ভূমিদস্যুদের প্রতিহত করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর দিবাগত গভীর রাত ১:০০টার সময় পূর্ব বেতছড়া গ্রামের সবাই যখন বড়দিনের উৎসব পালনে পাশ্বর্বতীয় পাড়ায় অবস্থান করছিলেন তখনই ভূমিদস্যুদের লেলিয়ে দেয়া দুর্বৃত্তরা পাড়ার বাসিন্দাদের ঘরে আগুন লাগিয়ে দেয়। দুর্বৃত্তদের লাগিয়ে দেয়া আগুনে উক্ত গ্রামের ত্রিপুরা সম্প্রদায়ের ১৭টি ঘর ও সহায়সম্বল পুড়ে ছাই হয়ে যায়।
উক্ত ঘটনার পর অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
গ্রামবাসীদের অভিযোগ, কয়েক বছর আগে একদল লোক এসে তাদের ভোগদখলীয় জমি পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের দাবি করে পাড়ার বাসিন্দাদের উচ্ছেদ করে সেখানে একটি বাগান করেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওই পাড়ার বাসিন্দারা আবার সেখানে ফিরে এসে ঘর তৈরি করে বসবাস শুরু করেন। এরপর থেকে দখলদাররা আবারও উৎপাত শুরু করে। পাড়ার বাসিন্দাদের হুমকি-ধমকি দিতে থাকে। পাড়াবাসীদের বিতাড়িত করে জমি দখলের জন্য তারাই আগুন দিয়েছেন বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পাড়াবাসীদের।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।