লামায় ভূমি বিরোধের জের ধরে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ, আহত-৩

বান্দরবান ।। বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজারের পাশে অংহ্লারী কারর্বারী পাড়া এলাকায় ভূমি বিরোধের জের ধরে পাহাড়ি-বাঙালির মধ্যে সংঘর্ষর ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জন পাহাড়ি ও ১ জন বাঙালি রয়েছেন।
আজ বুধবার (৭ অক্টোবর ২০২০) বেলা ১১ টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ছামু মারমা (৬০), পিতা অংহ্লারি মারমা, অংমাছিং মারমা (৩০) স্বামী- মংছাই মারমা এবং মোঃ শামসুদ্দোহা (২৫) পিতা মৃত মৌলভী ইউনুছ। তারা সবাই অংহ্লারী কারর্বারী পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার বলেন, ছামু মারমার অবস্থা খুবই গুরুতর। অপরদিকে মোঃ শামসুদ্দোহার অবস্থা খারাপ। তাই তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ফাঁসিয়াখালী ইউনিয়নের ইউপি মেম্বার শহীদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অংহ্লারি পাড়া বাসিন্দার ছামু মারমা ও শামসুদ্দোহার মধ্যে র্দীঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছে।
স্থানীয় সূত্রে জানা যায় , শামসুদ্দোহা দীর্ঘদিন ধরে ছামু মারমার জায়গা দখল করার পাঁয়তারা করছে। আজকে জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েন।
এ বিষয়ে লামা থানার পুলিশের অফিসার ইনর্চাজ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার এলাকায় অংহ্লারি পাড়ায় ভূমি বিরোধের জের ধরে সংঘর্ষের খবর শুনেছি। এ ব্যাপারে এখনও কোন পক্ষ অভিযোগ দায়ের করে নাই। অভিয়োগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করা হবে।