লামায় ভূমি রক্ষা আন্দোলনের নেতা মথি ত্রিপুরার মুক্তির দাবিতে মহালছড়িতে বিক্ষোভ
মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৪ মার্চ ২০২৩

“লামা রাবার ইন্ডাস্ট্রিজের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার কর” স্লোগানে পুলিশ কর্তৃক আটক লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির অন্যতম নেতা মথি ত্রিপুরাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবিতে মহালছড়িতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (০৪ মার্চ ২০২৩) দুপুর ১:০টায় মহালছড়ি এলাকাবাসীর ব্যানারে এ্ই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা মথি ত্রিপুরাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানিয়ে বলেন, লামা উপজেলার সরই ইউনিয়নে লামা রাবার ইন্ডাস্ট্রিজ ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর ভূমি জবরদখল করতে মিথ্যা মামলা দিয়ে ভূমি রক্ষায় আন্দোলনত নেতা-কর্মী ও পাড়াবাসীদের হয়রানি করছে। পুলিশ সম্পুর্ণ অন্যায়ভাবে ভূমিদস্যুদের সাজানো মিথ্যা মামলায় মথি ত্রিপুরাকে আটক করেছে।
বক্তারা লামা রাবার ইন্ডাস্ট্রিজ’র অবৈধ জমির লিজ বাতিল করে ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর ভূমি বেদখল বন্ধ করা এবং অবিলম্বে মিথ্যাা মামলা প্রত্যাহার করে মথি ত্রিপুরাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান।
পূরণ চাকমা ও বিজগ খীসার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশটি শেষ হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন