লামায় ৫,৭৬০ একর জমিতে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা’র আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

0
20

বান্দরবান প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৪ জুন ২০২৩

বান্দরবানের লামা উপজেলার ২৮৫ নং সাংগু মৌজায় বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক গোপনে ৫,৭৬০ একর জমিতে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণার আদেশ বাতিল ও ১৩টি পাড়াসহ মৌজাবাসীকে উচ্ছেদ থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে সাংগু মৌজাবাসী।

আজ বুধবার (১৪ জুন ২০২৩) সকাল সাড়ে ১১টার সময় বান্দরবান প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সাংগু মৌজাধীন ১৩টি পাড়ার জনসাধারণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের সভাপতি হ্লাথোয়াই হ্লী মারমা, সাঙ্গু মৌজার হেডম্যান চ্যংপাত ম্রোসহ ১৩টি পাড়ার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, লামা উপজেলার সাঙ্গু মৌজায় ৫, ৭৬০ একর ভূমিতে বন্যপ্রাণীর অভয়ারণ্য করা হলে ওই এলাকার ১৩টি পাড়ার সাড়ে ৫০০ পরিবার উচ্ছেদ হয়ে ক্ষতির শিকার হবে। ফলে বর্তমানে ওই এলাকার মানুষ উচ্ছেদ আতঙ্কে দিন যাপন করছে।

তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে অন্যতম সমস্যা হচ্ছে ভূমি সমস্যা। সরকারের ইচ্ছেমত ভূমি বেদখল করার চেষ্টা অন্যায় ও অমানবিক। উক্ত ভূমি যদি বন্যপ্রাণী অভয়ারণ্য সৃষ্টি করা হয় তাহলে সেখানে যুগ যুগ ধরে বংশপরম্পরায় বসবাসকারী মানুষ কোথায় যাবে? সরকারকে এ বিষয়ে ভাবতে হবে। সরকার চাইলে এসব ভূমি বেদখল করতে পারে না। কারণ সেখানে মানুষের বসবাস রয়েছে।

বক্তারা অবিলম্বে উক্ত ভূমিতে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণার আদেশ বাতিল ও মৌজাবাসীদের উচ্ছেদ থেকে রক্ষা করার দাবি জানান । মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.