সিএইচটি নিউজ ডটকম
উথোয়াই মারমা, লামা,(বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা চেয়ারম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নানা সমস্যার জর্জরিত হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান। ফলে যে কোন মুহুর্তে র্দূঘটনা আশষ্কা করছেন শিক্ষকরা।
বিদ্যালয়টিতে প্রয়োজনীয় আসবাবপত্রেও রয়েছে সংকট। প্রতিবছর সরকারি ভাবে সংস্কার করার জন্য বিদ্যালয়টি নামে বরাদ্ধ আসলেও, বরাদ্ধটি তা অন্য বিদ্যালয়ে চলে যায়।
সরেজমিন পরিদর্শনে জানা যায়, লামা পৌরসভা এলাকার চেয়ারম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়।বিদ্যালয় ভবনটি চালের টিন ছিদ্র হয়ে গ্রীষ্ম মৌসুমে রৌদ্র এবং বর্ষা মৌসুমে বৃষ্টির পানি পড়ে শ্রেণী কক্ষের। পর্যাপ্ত আসবাবপত্রেরও অভাব রয়েছে বিদ্যালয়টিতে।
দরজা-জানালার অবস্থা ভালো নয়। ভবনটির পশ্চিম দিকে পাহাড়ের মাটির চাপে যে কোন সময় র্দূঘটনা আশষ্কা করছে। বিদ্যালয় ভবনের চালের টিন ছিদ্রসহ দেওয়ালে ফাটল সৃষ্টি হওয়ায় কোমলতি শিক্ষার্থী-শিক্ষকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পাঠদান কাযর্ক্রম।
বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ইসমত আরা জানায়, বৃষ্টি হলে ক্লাশ বাদ দিয়ে আমাদের সবাইকে কক্ষের এক কোণে অবস্থান করতে হয়।আমাদের বিদ্যালয়টি রাস্তার দু পাশে হওয়ার কারণে রাস্তা পাড়াপাড়ে অনেক অসুবিধা আর র্দূঘটনার সম্মুখীন হতে হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম বলেন, বতর্মানে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ৪৫০জন এর বেশি। প্রত্যেক শ্রেণীর শাখা ২টি করে, বিদ্যালয়ের ভবন ৩টি তার মধ্যে ২টি ভবন ঝুঁকিপূর্ণ। অফিস কক্ষের ভবনটির ছাদ উপরে নষ্ট হয়ে গেছে। এলাকার কোমলমতি শিশুদের ভবিষ্যৎ চিন্তা করে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাশ চালিয়ে যাচ্ছি।
সহকারি শিক্ষিকা হাজেরা বেগম বলেন, ভবনটি ৩২বছর পুরানো হওয়ায় এখানে পাঠদান হলেও ঝুঁকি বেড়ে গেছে। ঠিকাদারদের কাজে ফাঁকি দেওয়ার কারণে ভবনটি পাকা হলেও পানি চুপসে পড়ছে আর ভবনে ফাটল সৃষ্টি হয়েছে।এ সব সমস্যার জর্জরিত বিদ্যালয়ের এ ভবনে বতর্মানে বন্ধের উপক্রম।
বান্দরবান জেলা পরিষদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু সুনজর দিলে বিদ্যালয়ের সব সমস্যার সমাধান হবে বলে মনে করছে এলাকাবাসী। অবিলম্বে বিদ্যালয়টি সংস্কার করাসহ প্রয়োজনীয় আসবাবপত্র সংকট নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
—————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।