লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক লাংকম ম্রো ও ইয়ংইঙ ম্রো’র দু’টি খামার ঘর ভাঙচুর ও টিন লুট!
নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৯ জুলাই ২০২৩

বান্দরবানে লামা উপজেলার সরই ইউনিয়নে লামা রাবার ইন্ডাস্ট্রিজ’র লোকজন কর্তৃক লাংকম ম্রো ও তার ভাই ইয়ংইঙ ম্রো’র খামার ঘর ভাংচুর ও টিন লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
লাংকম ম্রো জানান, গত ২৫ জুলাই ২০২৩ আমার সহধর্মিণী রওলেঙ ম্রো ছোট মেয়েকে নিয়ে জমিতে আগাছা পরিষ্কার করার সময় সকাল ১০ টায় লামা রাবার ইন্ডাস্ট্রিজ’র দায়িত্বরত মো. দেলোয়ার ও কুদ্দুস মিয়ার নেতৃত্বে ৬/৭ জন বাধা প্রদান করে। এ সময় তারা রওলেঙ ম্রো’র উদ্দেশ্যে অশ্লীল ভাষায় ধমক দিয়ে বলে, ‘এখানে কাজ করা যাবে না, এক্ষুনি কাজ বন্ধ কর তোমরা, এই জায়গায় আর তোমরা থাকতে পারবা না’। এরপর দুর্বৃত্তরা আমার খামার ঘরে ভাঙচুর চালায় ও টিন খুলে লুট করে নিয়ে গেছে।
এরপর একই কায়দায় ২৬ জুলাই সকাল ১১ টায় মো. দেলোয়ার, কুদ্দুস মিয়া নেতৃত্বে ৬-৭ জন শ্রমিক ইয়ংইঙ ম্রো-এর খামার ঘরে ভাঙচুর চালিয়ে টিন খুলে লুট করে নিয়ে গেছে। পরদিন ২৭ জুলাই সকাল ১০ টায় একই কায়দায় বাধা প্রদান করে এবং থুরুং (বাঁশ দিয়ে তৈরি ঝুরি) কেড়ে নিয়ে যায়।
লাংকম ম্রো আরও বলেন, আমাদের ধানের জমিতে বাৎসরিক দুই মৌসুমের ধান ফলন হয়। একটা ইরি (শীত) মৌসুম এবং আরেকটা আমন (বর্ষা) মৌসুম। এই আমন মৌসুমে ধান চাষ করতে না পারলে আমরা খাদ্য সংকটে পড়ে যাব। আমাদের দুই ভাইয়ের ৩ কানির মত ধান্য জমি রয়েছে। উক্ত ধান্য জমিতে আমরা যুগ যুগ ধরে বংশপরম্পরায় চাষাবাদ করে আসছি। লামা রাবার ইন্ডাস্ট্রিজ’র এই অন্যায় ও হীন কর্মকাণ্ডে বিচার ও শাস্তির দাবি জানাচ্ছি।
লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক রংধজন ত্রিপুরা বলেন, লামা রাবার ইন্ডাস্ট্রিজ ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর জুম ভূমি কেড়ে নিতে প্রতিনিয়ত অপর্কম ও হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি আমাদের নামে লামা থানায় আরেকটা নতুন মামলা করেছে বলে জানতে পেরেছি। কাদের ইশারায় লামা রাবার ইন্ডাস্ট্রিজ ভূমি দস্যুতার মতো জঘন্য ও ঘৃণ্য কাজ করছে? তারা প্রতিনিয়ত ত্রিপুরা ও ম্রোদের ওপর হামলা, মামলা, হুমকি প্রদান করে যাচ্ছে। এর থেকে আমরা পরিত্রাণ চাই। অবিলম্বে লাংকম ম্রো ও ইয়ংইঙ ম্রো’র খামার ঘর ভাঙচুর ও টিন লুটের সাথে জড়িত লামা রাবার ইন্ডাস্ট্রিজের মো. দেলোয়ার, কুদ্দুস মিয়া গংদের গ্রেপ্তার ও বিচার দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক লামা সরই ইউনিয়নের ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর জুম ভূমি বেদখলের পাঁয়তারা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। গত বছর ২৬ এপ্রিল ম্রো-ত্রিপুরাদের ৪০০ একর জুম ভূমিতে অগ্নিসংযোগ, ফলজ বাগান কেটে দিয়ে লক্ষ লক্ষ টাকা ক্ষতি সাধন করেছে। শুধু তাই নয় ঝিরির পানিতে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা এবং চলতি বছর ১ জানুয়ারি দিবাগত রাতে রেংয়েন পাড়ায় হামলা চালিয়ে ৭টি ঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। তাতেও ক্ষান্ত না হয়ে ম্রো ও ত্রিপুরাদের ভূমি রক্ষার ন্যায্য আন্দোলন দমনের জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ।
ম্রো ও ত্রিপুরাদের জুম ভূমি বেদখল পাঁয়তারার বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামসহ দেশে ব্যাপক বিক্ষোভ, বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিবাদ, জাতীয় মানবাধিকার কমিশনসহ সংসদীয় কমিটির পরিদর্শনের পরও লামা রাবার ইন্ডাস্ট্রিজের অন্যায় কর্মকাণ্ড এখনো বন্ধ হয়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন