ল্যাপটপ ভালো রাখার ৬ উপায়

0
4

তথ্য প্রযুক্তি ডেস্ক, সিএইচটি নিউজ
সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩

সংগৃহিত ছবি

ঘরে–বাইরে এখন নিয়মিত ল্যাপটপ ব্যবহার করেন অনেকেই। নিয়মিত যত্ন নিলে ল্যাপটপ অনেক দিন ভালো থাকে। ল্যাপটপের যত্ন নিলে কম্পিউটার ভালোভাবেই কাজ করবে। ল্যাপটপ ভালো রাখার ৬ উপায় জেনে নেওয়া যাক–

দুর্ঘটনা প্রতিরোধ
ল্যাপটপে কাজ করার সময় অনেকেই পানি পান করেন বা বিভিন্ন খাবার খান। এটা ঠিক নয়। যদি ব্যস্ততার কারণে খাবার খেতেই হয়, তবে ল্যাপটপ থেকে পানির গ্লাস বা বোতল এক ফুট দূরে রাখার পাশাপাশি কি বোর্ড ঢেকে রাখতে হবে। গুরুত্বপূর্ণ কাজ না করলে খাবার খাওয়ার সময় ল্যাপটপের ঢাকনা বন্ধ রাখলে সবচেয়ে ভালো হয়। এ ছাড়া সরাসরি সূর্যের আলোতে ল্যাপটপ ব্যবহার করবেন না। কারণ, এতে আপনার ল্যাপটপ খুব দ্রুত গরম হয়ে যেকোনো ধরনের ক্ষতি হতে পারে। বৃষ্টির পানি ও ধুলা থেকে দূরে রাখতে হবে ল্যাপটপ।

ল্যাপটপের কভার
ল্যাপটপ বহন করার জন্য সব সময় শক্ত আবরণের কভার ব্যবহার করা উচিত। এটি হাত থেকে পড়ে গেলেও ল্যাপটপকে নিরাপদ রাখবে। সাধারণ দাগ (স্ক্র্যাচ), ধুলা-ময়লা থেকেও রক্ষা করবে। এ জন্য অবশ্যই ল্যাপটপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আকারের কভার ব্যবহার করতে হবে।

ব্যাটারির যত্ন
প্রয়োজন ছাড়াই অনেকে ল্যাপটপ চার্জ করেন। অতিরিক্ত চার্জের কারণে ল্যাপটপের ব্যাটারি গরম হয়ে কর্মক্ষমতা হারায়। বাড়তি চার্জ ঠেকাতে বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের ল্যাপটপে সুরক্ষা সুবিধা থাকলেও পুরোনো ল্যাপটপে এই সুবিধা নেই। তাই পুরোপুরি চার্জ হয়ে গেলে চার্জার থেকে বৈদ্যুতিক সংযোগ খুলে ল্যাপটপ ব্যবহার করতে হবে। পাশাপাশি ল্যাপটপের ভেতরের তাপ সহজে বাইরে বের করার জন্য নিয়মিত বাতাস বেরোনোর রাস্তা পরিষ্কার রাখতে হবে।

পরিষ্কার হাতে ল্যাপটপ
ল্যাপটপ ব্যবহারের সময় অবশ্যই হাত পরিষ্কার থাকতে হবে। হাতের আঙুল ময়লা থাকলে ল্যাপটপের কি–বোর্ডে ধুলা-ময়লা জমা হওয়ার আশংকা থাকে।

পরিষ্কার করা
বাতাসে ধুলাবালু থাকায় ল্যাপটপে ময়লা জমে যায়। তাই নিয়মিত ল্যাপটপের কি–বোর্ড ও পর্দা পরিষ্কার নরম কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে।

সংযোগের সময় সতর্কতা
বিভিন্ন কাজের প্রয়োজনে আমরা ল্যাপটপের সঙ্গে পেন ড্রাইভ, হেডফোন, স্পিকার, অ্যাডাপটর বা অন্যান্য যন্ত্র সংযোগ দিয়ে থাকি। তবে তাড়াহুড়ার কারণে অনেকেই ল্যাপটপের নির্দিষ্ট পোর্টের বদলে অন্য পোর্টে যন্ত্রগুলো সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এতে পোর্টে থাকা পিন নষ্ট হয়ে যাওয়ার অশঙ্কা থাকে। এ জন্য আকার এবং ধরন অনুযায়ী নির্দিষ্ট পোর্টে সতর্কতার সঙ্গে বিভিন্ন যন্ত্রের সংযোগ দিতে হবে।

সূত্র: অনলাইন


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.