শনি ও রবিবার রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ প্রত্যাহার
সিএইচটিনিউজ.কম
রাঙামাটি: নানিয়াচর উপজেলার বগাছড়িতে গত ১৬ ডিসেম্বর পাহাড়িদের বসতবাড়ি, দোকান ও বৌদ্ধ মন্দিরে সেটলার বাঙালিদের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারসহ ৫ দফা দাবিতে নানিয়াচর ভূমি রক্ষা কমিটির ডাকা রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অনির্দিষ্টকালের লাগাতার অবরোধ দু’দিনের জন্য প্রত্যাহার করা হয়েছে।
এলাকার জনগণের অনুরোধের প্রেক্ষিতে বিশেষ বিবেচনায় আগামী শনি ও রবিবার(২০ ও ২১ ডিসেম্বর) অবরোধ প্রত্যাহার করা হয়েছে বলে শুক্রবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো ভূমি রক্ষা কমিটির সদস্য সচিব সেন্টু চাকমা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) থেকে আবারো লাগাতার অবরোধ শুরু হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
——————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।