শহীদ বুদ্ধিজীবী দিবসে চবি’র বুদ্ধিজীবী চত্বরে পিসিপির শ্রদ্ধা নিবেদন

0
27

চবি প্রতিনিধি : আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বুদ্ধিজীবী চত্বরে’ শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

সকাল ৮:৩০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন আহমেদ-এর পুষ্পমাল্য প্রদানের মধ্য দিয়ে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান কর্মসূচী শুরু হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন হল, অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় অফিসার্স ক্লাব, কর্মচারী সমিতি এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন থেকে ধারাবাহিকভাবে পুষ্পমাল্য অর্পন করা হয়।

প্রতিবছরের ন্যায় নিয়মিত কর্মসূচীর অংশ হিসেবে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা এবারও বিশাল বহর সহকারে শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুনয়ন চাকমা, সাধারণ সম্পাদক রুপন চাকমা, সহ-সভাপতি অংকন চাকমা, সহ-তথ্য প্রচার সম্পাদক ত্রিরত্ন চাকমা, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাজু চাকমা প্রমুখ।

পুষ্পমাল্য অর্পন শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এক শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। শোক র‌্যালি শেষে পিসিপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ক্যাম্পাসের জাদুঘর প্রাঙ্গণে এক ঘরোয়া মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.