শহীদ ‍বুদ্ধিজীবী দিবসে পিসিপি চবি শাখার শ্রদ্ধাঞ্জলি

0

সিএইচটি নিউজ ডটকম
CU PCP, 14.12.2015চবি প্রতিনিধি।। আজ ১৪ই ডিসেম্বর শহীদ ‍বুদ্ধিজীবী দিবসে ’৭১ সালের এই দিনে ঘাতকদের দ্বারা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্ত্বরের পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছা্ত্র পরিষদ (পিসিপি) চবি শাখা।

সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে শহীদদের উদ্দেশ্যে পুষ্পমাল্য দেয়া কর্মসূচি শুরু হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে পিসিপি’র কেন্দ্রীয় সভাপতি সিমন চাকমা, সাবেক সাধারণ সম্পাদক রিটন চাকমা, বর্তমান সহ-সভাপতি জুপিটার চাকমা, চবি শাখার সভাপতি সুকান্ত চাকমা, সাধারণ সম্পাদক সুনয়ন চাকমাসহ পিসিপি’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বাম ধারার ছাত্র সংগঠনসমূহের মধ্যে কেবল বাংলাদেশ ছাত্র ফেডারেশনকে দেখা যায়। এছাড়া অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলোর বিকেলে প্রদীপ প্রজ্জ্বলনসহ অন্যান্য কর্মসূচী রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশীয় দোসর রাজাকার, আলবদর-আলশামস-এর সহযোগীতায় নারকীয়ভাবে হত্যা করেছিল এ দেশের শ্রেষ্ঠ সন্তানদের। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জনের ঠিক দু’দিন আগে দিশাহারা হানাদার পাকবাহিনী পরাজয়ের প্রতিশোধ নিতে দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা নিয়ে এই নির্মম হত্যাকাণ্ড চালায়।
—————

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More