শহীদ মিটন চাকমার ১ম মৃত্যুবার্ষিকী আজ

0
শহীদ মিটন চাকমা। ফাইল ছবি

সিএইচটি নিউজ ডেস্ক
সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর তরুণ সংগঠক শহীদ মিটন চাকমার ১ম মৃত্যুবার্ষিকী আজ (১০ নভেম্বর ২০২৫)। গত বছর এই দিনে খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের হামলায় তিনি শহীদ হন।

মিটন চাকমা খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার উদোলবাগান গ্রামের সুশান্ত চাকমার ছেলে।

ব্যক্তি হিসেবে তিনি সৎ, মিতভাষী, ভদ্র ও অমায়িক স্বভাবের ছিলেন। তার জীবন যাপন ছিল সাদাসিধা, আচরণ ছিল সরল ও অকপট। কোন ধরনের ভণিতা তার মধ্যে ছিল না। নিজ দায়িত্ব কর্তব্য সম্পর্কে সে ছিল সব সময় সচেতন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পালি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন এবং পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২২ সালের নভেম্বরে ইউপিডিএফে যোগ দেন।

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার আগেই যেখানে অনেকে চাকুরি ও অন্যান্য ব্যক্তিস্বার্থের ধান্দায় ঘুরে বেড়ায়, মিটন তাদের মতো ছিলেন না। হীন ব্যক্তিস্বার্থ চিন্তায় সে মশুগুল থাকেননি। ত্যাগের মহান ও সুউচ্চ আদর্শ ধারণ করে সে জনগণের কল্যাণে নিজের জীবন সঁপে দেন। সমাজে তার মতো এমন মহৎ মানুষের সংখ্যা খুব বেশি থাকে না। এজন্য বলা হয় যে জীবন নিজ স্বার্থে নয়, অন্যের জন্য, সমাজ জাতি ও জনগণের সেবায় নিবেদিত, সে জীবনই শ্রেষ্ঠ জীবন। মিটন এই শ্রেষ্ঠ জীবনই লাভ করেছে। তার বীরোচিত শহীদান তার জীবনকে শ্রেষ্ঠত্ব দান করেছে।

ইউপিডিএফের যোগ দেয়ার পর তার কর্মজীবন বেশি দিন হয়নি। সমাজ-জাতিকে তার আরও অনেক কিছু দেয়ার সময় ছিল। সে সেভাবেই নিজেকে প্রস্তুত করছিল। কিন্তু নরাধম ঘাতকের বুলেট তার জীবন প্রদীপ নিভিয়ে দিয়ে জাতিকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেছে।

মিটন চাকমা পানছড়িতে ইউপিডিএফ ও গণসংগঠনের কার্যক্রম জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ও অনেক বাধা-বিপত্তি মোকাবিলা করে জীবনের শেষ দিন পর্যন্ত নিরলসভাবে তার ওপর অর্পিত পার্টিগত দায়িত্ব আন্তরিকভাবে পালন করেছেন। 

ঘাতকরা মিটনের জীবন-বায়ু নিঃশেষ করে দিতে সক্ষম হয়েছে সত্য, কিন্তু তার মহান আদর্শ ও চেতনার প্রজ্জ্বলিত শিখা নিভিয়ে দিতে পারেনি। একজন নিঃস্বার্থ বিপ্লবী হিসেবে মিটন ইতিহাসে, গণমানুষের শ্রদ্ধার আসনে চিস্মরণীয় হয়ে থাকবে। তার আত্মত্যাগ কখনো বৃথা যাবে না।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More