শহীদ মিঠুন চাকমার স্মরণে পানছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন

0


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫

শহীদ মিঠুন চাকমার স্মরণে খাগড়াছড়ির পানছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে।

আজ শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) বিকাল সাড়ে ৫টায় মিঠুন চাকমার ৭ম মৃত্যুবার্ষিকীতে এই প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এতে শিশু-কিশোরসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠান শুরুতে মিঠুন চাকমাসহ পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের লড়াইয়ে আত্মবলিদানকারী সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুনীল ময় চাকমা ও ইউপিডিএফের সংগঠক স্বাধীন চাকমা।

বক্তারা মিঠুন চাকমাকে স্মরণ করে বলেন, ২০১৮ সালের আজকের এই দিনে রাষ্ট্রীয় মদদে সৃষ্ট ঘাতকরা পার্বত্য চট্টগ্রামের উদয়মান নেতা মিঠুন চাকমাকে হত্যা করে। কিন্তু তারা জানে না মিঠুনকে শারীরিকভাবে হত্যা করা গেলেও তার চেতনা-আদর্শকে হত্যা করা যায় না। আজকে তার লালিতে চেতনা-আদর্শে গড়ে উঠেছে অসংখ্য লড়ায়ের সৈনিক।

তারা আরো বলেন, মিঠুন চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে পাহাড়ি জনগনের মুক্তির লক্ষ্য পূর্ণস্বায়ত্তশাসন আন্দোলনে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। শিক্ষকতা কিংবা চাকরির পিছনে না ছুটে লড়াই সংগ্রামে সামিল হয়েছিলেন। মিঠুন চাকমা শুধু পার্বত্য চট্টগ্রামের নিপীড়নের কথা বলেননি। সারা দেশের জাতিসত্তার ওপরে দমন-পীড়ন এবং ফিলিস্তিনি জনগণের ওপর নিপীড়ন ও তাাদের সংগ্রামের কথাও বলেছেন।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মিঠুন চাকমা খুন হওয়ার ৭ বছর হয়ে গেল। কিন্তু এই রাষ্ট্র এখনও খুনীদের বিচার করতে পারেনি। বরং খুনীরা প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে। তারা অবিলম্বে খুনীদের গ্রেফতার ও রাষ্ট্রীয় বাহিনী মদদে সৃষ্ট ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেওয়ার দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More