ডেস্ক রিপোর্ট : রাঙামাটিতে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর নেত্রী মন্টি চাকমা ও দয়া সোনা চাকমা-কে অপহরণের প্রতিবাদে তনু হত্যার দুই বছর পুর্তিতে আজ ২০ মার্চ (মঙ্গলবার) ঢাকার শাহবাগে বিকাল ৪টায় নিপীড়নের বিরুদ্ধে নাগরিকবৃন্দ -এর ব্যানারে এক সংহতি সমাবেশে অনুষ্ঠিত হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ইভেন্ট-এ নিপীড়নের বিরুদ্ধে নাগরিকবৃন্দের পক্ষে লাকী আক্তার লিখেন– ২০ মার্চ ২০১৮, মঙ্গলবার, বিকাল ৪টায় শাহবাগ জাদুঘরের সামনে তনু হত্যাকান্ডের বিচারহীনতার দুই বছর এবং পার্বত্য চট্টগ্রামে চাকমা দুই নারী নেত্রী অপহরণের প্রতিবাদে সংহতি সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে আসার আহবান।
_______
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।