শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ-মানববন্ধন

0

খাগড়াছড়ি প্রতিনিধি ।। স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

আজ বুধবার (২ জুন ২০২১) সকালে সাধারন শিক্ষার্থীবৃন্দ এই কর্মসূচির আয়োজন করেন।

‘অনলাইন ক্লাস নয়, হল ক্যাম্পাস খোলা চাই’ এই শ্লোগানে সকাল ১০টায় শিক্ষার্থীরা খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে মানববন্ধন করেন তারা। এতে খাগড়াছড়ি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপ্রুশি মারমা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ধন বিকাশ ত্রিপুরা’র সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সাচিং মারমা। এতে শিক্ষার্থীদের মধ্যে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ছাত্র উত্তম কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী শিউলি চাকমা, সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিমেশ চাকমা, সরকারি কলেজের ছাত্র রিয়াজ উদ্দিন ও কিন্তু সেন।

এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল’র কেন্দ্রীয় প্রতিনিধি ফোরামের সদস্য কৃপায়ন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় প্রতিনিধি হিকো ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল’র খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি ক্যাচিং মারমাসহ আরো অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। ফলে অনেক শিক্ষার্থী বিপথে পা বাড়াচ্ছে, যা কারোর মঙ্গলজনক নয়।  

তারা বলেন, সরকার অনলাইন ক্লাস চালু করলেও ভালো ইন্টারনেট সুবিধা না থাকায় প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এতে অনেক শিক্ষার্থীর ঝড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বক্তারা বলেন, দেশে কলকারখানা থেকে শুরু করে সবকিছু খুলে দেয়া হলেও শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কেন খুলে দেয়া হচ্ছে না তা আমাদের বোধগম্য নয়। তারা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More