সংখ্যালঘু জাতিসত্তাসমূহকে ধর্মান্তরিত করায় যুব ফোরামের উদ্বেগ প্রকাশ

0

নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
পার্বত্য চট্টগ্রামে যুব সমাজের মুখপাত্র গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে নতুন কুমার চাকমা ও মাইকেল চাকমা আজ বৃহস্পতিবার ৩ জানুয়ারি সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যত্র হতে অর্থনৈতিকভাবে দুর্বল সংখ্যালঘু প্রান্তিক জাতি ও জনগোষ্ঠীর শিশু-কিশোরদের ফাঁদে ফেলে ঢাকার এক মসজিদ কমপ্লেক্সে ধর্মান্তরকরণ ও একটি বিশেষ দলে যুক্তকরণের সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন
সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে যুব নেতৃদ্বয় পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের দুর্বল জনগোষ্ঠীর ওপর এ ধরনের আগ্রাসী তৎপরতা বন্ধে ভূমিকা রাখার জন্য সংবাদ মাধ্যমসহ দেশের গণতান্ত্রিক সংগঠনসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন
উল্লেখ্য,গতকাল বুধবার বিকেলে রাজধানীর সবুজবাগ থানাধীন আবুজর গিফারী মসজিদ কমপ্লেক্স থেকে ক্ষুদ্র জাতিসত্তার ১৬ জনকে উদ্ধার করে পুলিশতাদের বয়স ৩ থেকে ১৪ বছরতারা সবাইপার্বত্য অঞ্চলেরওই মসজিদকমপ্লেক্সের ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়। #

…………………………

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More