
নান্যাচর প্রতিনিধি ।। পার্বত্য চট্টগ্রামে জুম্ম দলগুলোর মধ্যে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবি জানিয়েছেন নান্যাচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নবাসী।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২০) দুপুর ১২টায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ থেকে তারা এই দাবি জানান।
ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সাবেক ইউপি সদস্য পুরুরঞ্জন চাকমার সভাপতিত্বে ও স্থানীয় মুরুব্বী গুহর নিতাই চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন কমতলী বিশিষ্ট মুরব্বী অমিত দেওয়ান, বর্ণ মনি চাকমা ও ভাঙ্গামুরা মহিলা কার্বারি সুজিতা চাকমা প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে ভাইয়ে ভাইয়ে হানাহানি দেখে আমরা জনসাধারণ মর্মাহত হয়ে পড়েছি। আমরা আর এমন সংঘাত-হানাহানি দেখতে চাই না। আমরা ঐক্য চাই। অধিকার আদায়ের জন্য ঐক্য ছাড়া আর কোন বিকল্প হতে পারে না।
তারা আরও বলেন, সরকার চায় পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের মধ্যে যেন কোনভাবে ঐক্য গড়ে না উঠে। সেজন্য নানা ষড়যন্ত্র জারি রেখে জুম্মদের মধ্যে বিভেদ জিইয়ে রেখেছে। তাই সকল বিভেদ ভুলে একতাবদ্ধভাবে শাসকগোষ্ঠীর এই ষড়যন্ত্র বানচাল করে দিতে হবে।