সংরক্ষিত বনাঞ্চলের নামে পাহাড়ি উচ্ছেদ বন্ধ করার দাবি

0
5

নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের প্রধান সংগঠক উজ্জ্বল স্মৃতি চাকমা আজ ২৮ ডিসেম্বর এক বিবৃতিতে জেলার দিঘীনালায় সংরক্ষিত বনাঞ্চল সমপ্রসারণের নামে পাহাড়ি উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন

তিনি বলেন, দিঘীনালার ছয়টি মৌজায় ১২ হাজার ৮৪৯ একর জায়গা তথাকথিত সংরক্ষিত বনাঞ্চলের জন্য নেয়া হলে এরতাক্ষ‍ণিক পরিণাম হিসেবে হাজার হাজার পাহাড়ি তক্ষণা ভূমিহীন উদ্বাস্তুতে পরিণত হবেনঅন্যদিকে, এর ফলে সৃষ্টি হবে চরম অমানবিক, অর্থনৈতিক ও পরিবেশগত বিপর্যয়

তিনি পার্বত্য চট্টগ্রামে বন উজার হওয়ার জন্য সরকারী বন বিভাগ ও সেনা-আমলা-অবৈধ কাঠ ব্যবসায়ী চক্রকে দায়ী করে বলেন, অভিজ্ঞতায় দেখা গেছে সংরক্ষিত বনাঞ্চল গঠন কিংবা সমপ্রসারণের নামে এ কায়েমী স্বার্থান্বেষী চক্রটি কার্যত প্রাকৃতিক সম্পদ কুক্ষিগত করার লক্ষ্যে কাল থাবা বিস্তার করছেএতে একদিকে পাহাড়িরা বন ও ভূমি থেকে উচ্ছেদ হয়ে বংশপরাম্পরাগত অধিকার হারাচ্ছেঅন্য দিকে বনও ধ্বংস হচ্ছে

ইউপিডিএফ নেতা দিঘীনালায় সংরক্ষিত বনাঞ্চল সমপ্রসারণের নামে পাহাড়ি উচ্ছেদের ষড়যন্ত্র প্রতিহত করতে দলমত ও জাতিসত্তা নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.