সিএইচটিনিউজ.কম
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের নুঅ আদাম চিকনবি চাকমাদের গ্রাম। কয়েক বছর আগে তার বিয়ে হয়েছিল ঘাগড়া সদরের দেওয়ান পাড়ার বাসিন্দা শাক্যমনি চাকমার সাথে। দু’ সন্তানের জননী সে। কয়েকদিন আগে শ্বশুর বাড়ি থেকে পিত্রালয়ে এসেছিল বেড়াতে। তাঁর আশা ছিল আজ সোমবার (৮ ডিসেম্বর ২০১৪) গ্রামে যে বিয়ে অনুষ্ঠান ছিল তাতে অংশগ্রহণ করবে। কিন্তু সে আশা আর পূরণ হলো না। বিয়ের অনুষ্ঠানে যাবার সময়ই তার বাবা কালাবো চাকমার দোকানে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের উপর্যুপরি ব্রাশ ফায়ারে তার জীবন প্রদীপ নিভে গেলো। সন্তু গ্রুপের নৃশংসতার বলি হলো চিকনবি!

—————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।