সমর চাকমা ও অনন্ত বিকাশ দেওয়ানের মুক্তির দাবিতে ঘিলাছড়ি বাজার ব্যবসায়ী সমিতির মানববন্ধন

0
10

নান্যাচর (রাঙামাটি) : গত ১৬ জুলাই রাতে সেনাবাহিনী কর্তৃক অস্ত্র গুজে দিয়ে আটক ঘিলাছড়ি বাজারের নিরীহ দোকানদার সমর চাকমা ও অনন্ত বিকাশ দেওয়ানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ঘিলাছড়ি বাজার ব্যবসায়ী সমিতি।

আজ রবিবার (২২ জুলাই ২০১৮) সকাল সাড়ে ৯:৩০টা থেকে দুপুর ১:৩০টা পর্যন্ত ঘিলাছড়ি বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বাজারের দোকানদার ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শান্তিপ্রভা চাকমা।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৬ জুলাই রাত ১০টার দিকে ঘিলাছড়ি ক্যাম্প কামাণ্ডারের নেতৃত্বে একদল সেনা সদস্য বিনা অনুমতিতে আমাদের দোকান তল্লাশি করে। কোন কিছু না পেয়ে সেনা সদস্যরা চলে যায় এবং কিছুক্ষণ পর আবার এসে পূনরায় দোকানে তল্লাশি চালিয়ে তাদের রেখে যাওয়া কিছু কাগজপত্র বের করে। এরপর তারা দোকানে চাঁদাবাজি করা হয় অভিযোগ করে আমার স্বামীকে আটক করে নিয়ে যায়।

তিনি বলেন, সমর চাকমার দোকানেও একই কায়দায় প্রথমে তল্লাশি করে সেনা সদস্যরা চলে যায়। পরে আবার এসে তল্লাশি চালিয়ে তার বাথরুমের ভিতর অস্ত্র পাওয়ার মিথ্যা অভিযোগ করে তাকেও সেনারা আটক করে নিয়ে যায়।

শান্তি প্রভা চাকমা আরো বলেন বর্তমানে পার্বত্য চট্টগ্রামে কোন পেশার মানুষ আর নিরাপদে নেই। আমরা গরীব মানুষ, দোকান দিয়ে কোন রকমে সংসার চালাই। কিন্তু সেনাবাহিনী কোন কিছু বিবেচনা না করে আমাদের মতো নিরীহ মানুষদের অন্যায়ভাবে আটক করে প্রমোশন বাণিজ্যে মেতে উঠেছে।

মানববন্ধন থেকে অবিলম্বে অন্যায়ভাবে আটক সমর চাকমা ও অনন্ত বিকাশ দেওয়ানকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “পার্বত্য চট্টগ্রামের হাটবাজারে রাষ্ট্রীয় বাহিনীর হয়রানিমূলক তল্লাশি বন্ধ কর”, “রাতের আঁধারে পাড়া মহল্লায় রাষ্ট্রীয় বাহিনীর বন্ধ কর” “অস্ত্র গুজে দিয়ে সাধারণ নিরীহ জনগণকে আটক-হয়রানি বন্ধ কর” ইত্যাদি দাবি সম্বলিত হাতে লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
———————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.