সরকার আলুটিলা বিশেষ পর্যটন জোন প্রকল্প বাতিল করেছে

0
16

chtttagonghillডেস্ক রিপোর্ট॥ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় খাগড়াছড়িতে প্রস্তাবিত আলুটিলা বিশেষ পর্যটন জোন প্রকল্প বাতিল করেছে। ইংরেজী দৈনিক ডেইলী স্টার আজ এ সংবাদ প্রকাশ করেছে। //www.thedailystar.net/backpage/govt-cancels-khagrachhari-tourism-project-1294657

পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা ডেইলী স্টারের বান্দরবান প্রতিনিধিকে  গতকাল বলেন, ‘আমরা এটা (আলুটিলায় বিশেষ পর্যটন জোন) করছি না।’

তিনি আরো বলেন, ‘আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে এবং আলুটিলা বিশেষ পর্যটন জোন প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি, এবং প্রজেক্টটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি কারণ স্থানীয় জনগণ তাদের বংশপরম্পরার জমি হারানোর ভয়ে প্রকল্পের ব্যাপারে আপত্তি তুলেছেন।’

বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির (বেজা) নির্বাহী পরিচালক পবন চৌধুরী উক্ত সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত করে বলেছেন, ‘যেহেতু পাহাড়ি জনগণ ও বিভিন্ন আদিবাসী সংগঠন (আলুটিলায় বিশেষ পর্যটন জোন গঠনের) সিদ্ধান্তের ব্যাপারে আপত্তি উত্থাপন করেছেন, তাই আমরা ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাই রিপোর্ট থেকে প্রজেক্টের নাম বাদ দিয়েছি। ’

ডেইলী স্টারের রিপোর্ট মতে, আলুটিলায় বিশেষ পর্যটন জোন গঠন করা হলে আনুমানিক ৩০০ পাহাড়ি পরিবার তাদের জমি হারাবেন।

বেজা পর্যটন বিকাশের জন্য আলুটিলায় বিশেষ জোন গঠনের সিদ্ধান্ত নেয়ার পর খাগড়াছড়ির জেলা প্রশাসন সম্প্রতি সদর ও মাটিরাঙ্গা উপজেলার তিনটি মৌজায় ৬৯৯.৯৮ একর জমি অধিগ্রহণের প্রস্তাব করেছিল।

এই প্রস্তাবের বিরুদ্ধে স্থানীয় জনগণসহ বিভিন্ন সংগঠন এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে। আলুটিলা ভূমি রক্ষা কমিটি গঠন করা হয় এবং প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়।

আলুটিলা ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক জয়ন্ত ত্রিপুরা আলুটিলায় বিশেষ পর্যটন জোন গঠনের প্রক্রিয়া বাতিলের সরকারী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছন। তিনি বলেন সরকার খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং এতে সবার জয় হয়েছে।

তিনি বলেন প্রকল্পটি বাস্তবায়ন হলে আমাদের উপর চরম অবিচার করা হতো। কারণ এতে আমাদের জমাজমা থেকে উৎখাত হতে হতো।

ইউপিডিএফ নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা সরকারী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন এতে আলুটিলার বাসিন্দারা উৎখাত হওয়া থেকে রেহায় পেলেন।
——————–

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.