নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর দিঘীনালা ইউনিটের অন্যতম সংগঠক সুগত চাকমা আজ এক বিবৃতিতে খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার নাড়াইছড়ি এলাকায় জেএসএস সন্তু লার্মার সশস্ত্র সন্ত্রাসীদের অপতত্পরতা বন্ধের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, গতকাল ৮ ফেব্রুয়ারী ২০১১ বিকাল আনুমানিক ৩টার দিকে মিইনি দজর এলাকা থেকে চিনু মারমার নেতৃত্বে১২/১৫ জনের সন্তু লারমার একদল সশস্ত্র সন্ত্রাসী দিঘীনালা উপজেলার নাড়াইছড়ি এলাকায় হানা দেয়৷ এ সময় সন্ত্রাসীরা নিজেদের কর্তৃত্ব জাহির করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এলাকায় ত্রাস সৃষ্টি করে৷ এক পর্যায়ে সন্ত্রাসীরা কোলহোজ্যা চাকমার বাড়িতে আগুন ধরিয়ে দেয়৷ সন্ত্রাসীদের ধরিয়ে দেয়া আগুনে কোলহোজ্যা চাকমার নগদ ১৫,০০০/- টাকা, কয়েক মণ শুকনো হলুদ, ধান ও বাড়ির সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়৷
বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীরা কগেইয়াতলী ও মিইনি দজর এলাকায় দীর্ঘদিন ধরে অবস্থান করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদপে গ্রহণ না করায় এসব সন্ত্রাসীরা এখন নাড়াইছড়ি সহ আশে পাশের এলাকায় মূর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছে৷
বিবৃতিতে তিনি আরো বলেন, বিভিন্ন পত্র-পত্রিকা ও মিডিয়ায় ঘটনাকে অতিরঞ্জিত করে নাড়াইছড়িতে ইউপিডিএফ-জেএসএস-এর মধ্যে বন্দুক যুদ্ধ এবং এতে ২ জন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে৷ যা কিছুতেই সঠিক নয়। মূলত সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীরাই নাড়াইছড়ি এলাকায় হানা দিয়ে অপতত্পরতা ও তান্ডব চালিয়েছে।
বিবৃতিতে তিনি অবিলম্বে সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীদের অপতত্পরতা বন্ধের লক্ষ্যে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এছাড়া তিনি এ ধরনের অপতত্পরতা বন্ধ করে জনগণের কাতারে এসে জনগণের প্রকৃত মুক্তির আন্দোলনে সামিল হওয়ার জন্য তিনি সন্তু লারমার প্রতি আহ্বান জানান৷