সাজেকের মাচলঙে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
রাঙামাটির সাজেক ইউনিয়নের মাচলঙের দুর্গম দুদ্দুরিছড়া এলাকায় একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি ২০২৩) ‘দুদ্দুরিছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে নবনির্মিত বিদ্যালয়টি উদ্বোধন করা হয়।
“এয বেগে মিলি সমারে স্কুলত যেই, লেঘা শিঘি সমাজ-জাদর মান বাড়েই” এই চাঙমা ভাষার শ্লোগানে বিদ্যালয়টি উদ্বোধন করেন ৩৬নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা।
এতে অন্যান্যের মধ্যে আরো সাজেক ইউনিয়নর ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য রিপিকা চাকমা, মাচলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কালোবিকা চাকমা প্রমুখ।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন