সাজেকের মাচলঙে সেনাবাহিনী কর্তৃক স্বামী-স্ত্রীর উপর শারিরীক নির্যাতন!
সাজেক প্রতিনিধি।। রাঙামাটির সাজেক ইউনিয়নের মাচলঙে হেভেন চাকমা(২৪) ও তাঁর স্ত্রী অন্তরা চাকমার(১৯) উপর শারিরীক নির্যাতন চালিয়েছে মাচলঙ ক্যাম্পের সেনা সদস্যরা। আজ মঙ্গলবার (১ নভেম্বর) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হেভেন চাকমা ও তাঁর স্ত্রী অন্তরা চাকমা আজ সকালে মাচলঙে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বিকাল ৪টার দিকে সেখান থেকে কগেইয়াতলীর নিজ বাড়িতে ফেরার পথে মাচলঙ ক্যাম্পের চেকপোষ্টে তাদেরকে আটকানো হয়। এ সময় তাদের ব্যাগ তল্লাশি চালিয়ে কি যেন একটি লিফলেট পাওয়া গেছে– এমন অভিযোগে সেনারা তাদেরকে বেদম প্রহার করে। এতে দু’জনই শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হয়েছেন।
পরে খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় ইউপি মেম্বার পরিচয় চাকমাকে সাথে নিয়ে হেভেন চাকমার পিতা শান্তি ময় চাকমা ও অন্তরা চাকমার পিতা দশরথ চাকমা মাচলঙ ক্যাম্পে গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসেন। তাদেরকে চিকিৎসার প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।