সাজেকের রেতকাবায় যুব ফোরামের উদ্যোগে কাঠের ব্রিজ নির্মাণ

সাজেক প্রতিনিধি ।। রাঙামাটির সাজেক ইউনিয়নের রেতকাবা নামক স্থানে গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে একটি কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছে।
আজ সোমবার (১৯ জুলাই ২০২১) সকালে যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি কলো বরণ চাকমার নেতৃত্বে ব্রিজ নির্মাণের কাজ করা হয়। এতে সংগঠনের ওয়ার্ড কমিটির সদস্য অজয় চাকমা, সুজন চাকমা, শান্তি চাকমাসহ স্থানীয় এলাকার যুবকরা অংশগ্রহণ করেন।

স্হানীয় কার্বারী প্রভাত চাকমা বলেন, আগে নির্মিত কাঠের ব্রিজটি ভেঙে যাওয়ায় এলাকার লোকজনের চলাচলের অসুবিধার সৃষ্টি হয়। এখন এটি পুনঃনির্মাণের ফলে এলাকার প্রায় ২০০ শত পরিবারের পারাপারের সুবিধা হয়েছে।
যুব ফোরাম নেতা কালো বরন চাকমা বলেন, সমাজকে এগিয়ে নেয়ার জন্য যুব সমাজের ভুমিকা অতিব প্রয়োজন। গণতান্ত্রিক যুব ফোরাম জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।