সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৪ আগস্ট ২০২৩

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৮নং পাড়ায় (খুলোমুনি কার্বারি পাড়া) নতুন সেনা ক্যাম্প স্থাপনের কাজ করতে গেলে স্থানীয় নারীরা প্রতিরোধ করেছেন বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ শুক্রবার (৪ আগস্ট ২০২৩) সকালে সেনাবাহিনীর ২০-২২ জনের একটি দল ৮নং পাড়ায় গিয়ে সেনা ক্যাম্প স্থাপনের চেষ্টা করলে স্থানীয় নারীরা তাদের প্রতিরোধ করে। এ সময় নারীরা মোবাইলে ভিডিও ধারণ ও ছবি তুললে সেনারা ওই সব মোবাইল কেড়ে নিয়ে ধারণকৃত ভিডিও, ছবি ডিলিট করে দেয়। পরে মোবাইলগুলো ফেরত দিয়ে সেনারা ক্যাম্পে ফিরে যায় বলে স্থানীয়রা জানান।
উল্লেখ্য, গত ২৫ জুলাই রুইলুই সেনা ক্যাম্প থেকে একদল সেনা সদস্য ৮নং পাড়ায় গিয়ে পাড়াবাসীদের আপত্তি উপেক্ষা করে নতুন একটি সেনা ক্যম্প স্থাপনের জন্য জঙ্গল পরিষ্কার করে। যে স্থানে জঙ্গল পরিষ্কার করা হয় সেখানে পাহাড়িদের ফলজ বাগান-বাগিচা ও বসতি রয়েছে।
উক্ত ক্যাম্প স্থাপনের পাঁয়তারার বিরুদ্ধে ইতোমধ্যে সাজেকসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন