সাজেকে অভিযানকালে জনৈক সেনা সদস্য কর্তৃক এক জুম্ম নারীকে যৌন নিপীড়নের অভিযোগ!

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
রাঙামাটির সাজেকে সেনা অভিযানকালে জনৈক সেনা সদস্য কর্তৃক দুই সন্তানের জননী এক জুম্ম নারীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গত ২৪ অক্টোবর ২০২৫ সাজেক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভুয়োছড়ি গ্রামে।
ভুক্তভোগী নারী ভয়ে ঘটনাটি প্রকাশ না করলেও পরে তার এক নিকট প্রতিবেশীর কাছে বিষয়টি খুলে বললে ঘটনাটি জানাজানি হয়।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী নারীর সাথে কথা বলে জানা যায়, গত ২৪ অক্টোবর সেনাবাহিনীর ৯ সদস্যের একটি দল ভুয়োছড়িতে তাদের বাড়িতে যায়। পরে সেখান থেকে ৭ জন বাড়ির কিছুটা দূরে ডাব পাড়তে গেলে বাকী দু’জন সেনা সদস্য থেকে একজন ওই নারীকে প্রথমে হাতে ধরে টেনে নেয়ার চেষ্টা করে ও বুকে হাত দেয়। পরে তাকে বাড়ির ভেতরে যাওয়ার জন্য চাপ দেয়।
ভুক্তভোগী নারী তাতে অসম্মতি জানালে সেনা সদস্যটি তাকে টাকার প্রলোভন দেখাতে থাকে। এমতাবস্থায় ডাব পাড়তে যাওয়া ৭ জন সেনা সদস্য সেখানে ফিরে আসলে ওই নারী রক্ষা পায়। সেনারা পরে সেখান থেকে চলে যায়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর আজ সোমবার (২৭ অক্টোবর) স্থানীয় এলাকার জনসাধারণ উক্ত ঘটনার সাথে জড়িত সেনা সদস্যকে চিহ্নিত করে শাস্তির দাবিতে অভিযানে দায়িত্বরত (বর্তমানে ভুয়োছড়িতে অবস্থান) বাঘাইহাট জোন কমাণ্ডারের কাছে যান।
তাদের কথা শুনে জোন কমাণ্ডার শুরুতে এটি ‘ইউপিডিএফের ষড়যন্ত্র’ বলে ঘটনাটি নাখোশ করে দেয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের চাপের মুখে ঘটনায় জড়িত সেনা সদস্যকে চিহ্নিত করে শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দেয় বলে জানা গেছে।
এদিকে, উক্ত ঘটনায় এলাকার জনগণের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়রা বলছেন, সেনা অভিযানের নামে নারীর ওপর যৌন নিপীড়নের ঘটনা এলাকার নারীদের নিরাপত্তার হুমকি হয়ে দেখা দিয়েছে। তারা অতি দ্রুত দোষী সেনা সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ ও চলমান সেনা অভিযান বন্ধ করে নারী ও সাধারণ জনগণের ওপর চলা নিপীড়ন-নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর থেকে ভুয়োছড়িসহ সাজেকের বিভিন্ন স্থানে সেনা অভিযান চলমান রয়েছে। এ অভিযানে এতদিন সাধারণ জনগণের ওপর নানা নিপীড়ন-হয়রানির খবর পাওয়া গেলেও এবার নারীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেল।
আরো উল্লেখ্য যে, সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিকদের পোশাকে সচরাচর নেইমপ্লেট দেখা যায়। কিন্তু সাজেকে বর্তমানে অভিযানরত সেনা কর্মকর্তা ও সৈনিকদের কারোর পোশাকে নেইমপ্লেট নেই বলে স্থানীয়রা জানিয়েছেন। সেনারা নিজেদের কৃত অন্যায়-অপকর্ম আড়াল করতে এই পন্থা বেছে নিয়েছেন বলে অভিজ্ঞ মহল মনে করছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
