সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে ইউপিডিএফ’র লাগানো পোস্টার সেনাবাহিনীর সদস্যরা ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গতকাল শনিবার (১৪ জানুয়ারি ২০২৩) ইউপিডিএফের নেতা-কর্মীরা সাজেকের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান সম্বলিত হাতে লেখা পোস্টার লাগায়। পোস্টার লাগানোর পর রাতেই বাঘাইহাট জোনের ১০/১২ জনের একটি সেনা দল ভিজে নন্দরাম, শুকনো নন্দরাম, ২নং কালকার্ড, উজো বাজার, দ্বপদা, বালুঘাটসহ কয়েকটি স্থানে লাগানো পোস্টারগুলো ছিঁড়ে দেয়।
পোষ্টারগুলোতে “পার্বত্য চট্রগ্রাম ভুমি বেদখল বন্ধ কর; পার্বত্য চট্টগ্রামে নারী ধর্ষন বন্ধ কর; পার্বত্য চট্রগ্রামে সংঘটিত গণহত্যার বিচার কর; অঘোষিত সেনাশাসন ও নিয়ন্ত্রণ তুলে নাও, পার্বত্য চট্রগ্রামে মানবাধিকার লঙঘন বন্ধ কর; রাষ্ট্রীয় মদদপুষ্ট ঠ্যাঙারে বাহিনী ভেঙে দাও; পার্বত্য চট্টগ্রামে এপিবিএন ব্যাটালিয়ন চাই না; লামা হামলার বিচার চাই; লামা রাবার ইন্ডাস্ট্রিজের জমির লিজ বাতিল কর; বাবুছড়ায় বিজিবির বেদখলকৃত জমি ফেরত দাও”… ইত্যাদি শ্লোগান লেখা রয়েছে।
আজ সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত শুকনোছড়া, হাজাছড়া এলাকায়ও পোস্টার ছিঁড়ে দেয়ার খবর পাওয়া গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন