সাজেকে ইউপিডিএফ নেতাদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে এবং নাঈম-এর খুনীদের গ্রেফতারের দাবিতে কাউখালীতে বিক্ষোভ

0
সাজেকে ইউপিডিএফ নেতাদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে এবং নাঈম-এর খুনীদের গ্রেফতারের দাবিতে কাউখালীতে তিন সংগঠন বিক্ষোভ প্রদর্শন করে। এতে স্থানীয় বাঙালি জনগণও অংশগ্রহণ করেন।

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২২ জুন ২০২৪

রাঙামাটির সাজেকে নাঈম হত্যাকারীদের আড়াল করতে ইউপিডিএফ নেতাদের নামে মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে এবং খুনীদের গ্রেফতার-শাস্তি, ঠ্যাঙারে বাহিনী ভেঙে দেয়া ও বাঘাইহাট জোন কমান্ডার ও বাঘাইছড়ির ইউএনওকে প্রত্যাহারের দাবিতে কাউখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২২ জুন ২০২৪) সকাল ১০টায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম কাউখালী উপজেলা শাখাসমূহ যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করে।

মিছিল পরবর্তী সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালী উপজেলা শাখার সভাপতি থুইনুমং মারমার সভাপতিত্বও পাহাড়ি ছাত্র পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি দীপায়ন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় সহসাধারন সম্পাদক নিকন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন কাউখালী উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক সুইমাপ্রু মার্মা।

বাঘাইহাটে ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক নাঈম হত্যার প্রতিবাদ জানাতে স্থানীয় বাঙালি জনগণও বিক্ষোভে অংশগ্রহণ করেন। এ সময় তারা নাঈম হত্যার ঘটনাসহ ইউপিডিএফ নেতাদের নামে মিথ্যা মামলারও প্রতিবাদ জানান।


সমাবেশে পিসিপি নেতা নিকন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের কোন বিচ্ছিন্ন অঞ্চল নয়। ’৭১ মুক্তিযুদ্ধে এ অঞ্চলের জনগণও অংশগ্রহণ করেছে। কিন্ত দুঃখের ব্যাপার, আজকে বাংলাদেশের শাসন ব্যবস্থা সমতল থেকে ভিন্ন। এখানে সেনাশাসন জারি রাখা হয়েছে। নিরাপত্তার নামে যত্রতত্র সাধারণ জনগণকে তল্লাশি, হয়রানি ও নিপীড়নের শিকার হতে হয়।

তিনি আরো বলেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ঠ্যাঙাড়েরা তাদের মনোনীত প্রার্থী সুদর্শন চাকমাকে বিজয়ী করতে রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীতায় সাজেকের বাঘাইহাট বাজারে অবস্থান নিয়েছিল। তারা এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ জনগণের ওপর নিপীড়ন-হয়রানি চালাতে থাকলে গত ১৮ জুন এলাকাবাসী সংগঠিত হয়ে ঠ্যঙাড়েদের প্রতিরোধের বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় ঠ্যাঙাড়েরা বাঘাইহাট জোনের পাশ থেকে প্রতিরোধকারী জনগণকে লক্ষ্য করে গুলি চালায়। এতে শান্তি পরিবহনের শ্রমিক মো. নাঈমকে হত্যার শিকার হতে হয়।

বক্তব্য রাখছেন পিসিপি নেতা নিকন চাকমা


তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে পর্যটনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় বাহিনী কোটি কোটি টাকার ব্যবসা পরিচালনা করছে। যার কারণে তারা তাদের মদদপুষ্ট সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।  

নিকন চাকমা বলেন, আজকে শুধু নাঈম হত্যা নয়, সরকার পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে মানবাধিকার লঙ্ঘন করছে। তাই সকল অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির জন্য তিনি বাংলাদেশের প্রগতিশীল বন্ধু প্রতিম ছাত্র সংগঠনসহ ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।

সুইমাপ্রু মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামে নারীদের ওপর যৌন নিপীড়ন নিত্য দিনের ঘটনা। ’৯৬ সালে রাষ্ট্রীয় বাহিনীর কর্মকর্তা লে. ফেরদৌস গং কর্তৃক কল্পনা চাকমা অপহরণের শিকার হন। তার হদিস রাষ্ট্র এখনও দিতে ব্যর্থ।

তিনি বলেন, নারীরা যেমন নির্যাতনে শিকার হচ্ছে, তেমনি পাহাড়ের অধিকার নিয়ে কথা বলার নেতৃত্বকেও দিন-দুপুরে রাষ্ট্রীয় বাহিনীর মদদে হত্যা করা হচ্ছে। আন্দোলনকারী জনগণের উপর আতঙ্ক সৃষ্টির করা হচ্ছে ।

সমাবেশের সভাপতি থুইনুমং মার্মা ইউপিডিএফ-এর গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্দ করতে শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র রুখে দিতে পাহাড় ও সমতলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি ছাত্র-যুব সমাবেশের উদ্দেশ্যে বলেন, ‘রাষ্ট্রীয় বাহিনীর নীলনক্সা ভেস্তে দিন। ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেয়ার দাবিতে এবং সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে গর্জে উঠুন’।

সমাবেশ থেকে তিনি নাঈম হত্যাকারীদের আড়াল রেখে ইউপিডিএফ নেতাদের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত খুনী ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি প্রদান, ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙ্গে দেয়া, সন্ত্রাসীদের আশ্রয় ও মদদদাতা বাঘাইহাট জোন কমাণ্ডার খায়রুল আমিন ও বাঘাইছড়ি ইউএনও শিরীন আক্তারকে প্রত্যাহাপূর্বক বাঘাইছড়িতে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More