সাজেক প্রতিনিধি ।। রাঙামাটির সাজেক ইউনিয়নের মাচলং বাজার এলাকায় এক জুম্ম নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. সোলাইমান নামে এক সেটলারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

ঘটনাটি ঘটে গত ৫ সেপ্টেম্বর ২০২০, শনিবার সকালে।
ধর্ষণ চেষ্টাকারী সোলাইমান একজন কাঠমিস্ত্রী। তার বাড়ি জেলার লংগদু উপজেলায় বলে জানা গেছে।
জানা যায়, শনিবার সকালে ২৬ বছর বয়সী ওই নারী ক্ষেত থেকে লাউ তুলতে যায়। এ সময় একা পেয়ে সুযোগ বুঝে সোলাইমান ওই নারীকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এতে ওই নারী চিৎকার দিলে আশে-পাশের লোকজন ছুটে গিয়ে হাতেনাতে সোলাইমানকে আটক করে। পরে তাকে সাাজেক থানায় হস্তান্তর করা হয়।
ভিকটিম ওই নারী সোলাইমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত সোলাইমানকে জেল হাজতে প্রেরণ করেছে বলে জানা গেছে।