সাজেক প্রতিনিধি ।। রাঙামাটির সাজেকে গণতান্ত্রিক যুব ফোরামের ১৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটির সাজেক থানা শাখা।
আজ সোমবার (৫ এপ্রিল ২০২১) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নন্দরাম এলাকায় আয়োজিত আলোচনা সভায় গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি কালো বরণ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক ছদক চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সাধারণ সম্পাদক ইংগেছ মোহন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাজেক থানা শাখার সভাপতি রূপায়ন চাকমা, যুব ফোরামের ৫নং ওয়ার্ড কমিটির সভাপতি বাবুধন চাকমা ও সুপায়ন চাকমা।
বক্তারা সাজেকসহ পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল ও নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে গণতান্ত্রিক যুব ফোরামের সাথে যুক্ত হওয়ার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান।
তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করা ছাড়া বিকল্প কোন পথ নেই উল্লেখ করে অবিলম্বে ভ্রাতৃঘাতি সংঘাত করে জাতীয় মুক্তির লড়াইয়ে সামিল হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সভা থেকে বৈ-সা-বি (বৈসু-সাংগ্রাই-বিঝু…) উপলক্ষে ৪ দিনের সাধারণ ছুটি ঘোষণা ও পরিত্যক্ত সেনাক্যাম্পের জায়গায় পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।