সিএইচটিনিউজ.কম
সাজেক(রাঙামাটি): খাগড়াছড়ির মাটিরাংগা উপজেলার তাইন্দংয়ে ৫ম শ্রেণীতে পড়ুয়া পাহাড়ি স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে সাজেকের উজোবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ) সাজেক শাখা।
সোমবার(২২ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টায় অনুষ্ঠিত সমাবেশে যুব ফোরামের সাজেক শাথার সাধারণ সম্পাদক অনুপম চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাজেক নারী সমাজের সাধারণ সম্পাদক জ্যোৎস্না রাণী চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক শাখার সভাপতি সুপন চাকমা ও পিসিপি সাজেক শাখার দপ্তর সম্পাদক নয়ন জ্যোতি চাকমা। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল উজোবাজার এলাকা প্রদক্ষিণ করে।
বক্তারা স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনর সাথে জড়িত মো: বাদশা মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছড়া বক্তারা কাপ্তাইয়ে ৮ম শ্রেণীর স্কুলছাত্রী উমাসিং মারমাকে ধর্ষণের পর হত্যাকারীদের উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন।
————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।