সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৮ জুলাই ২০২৩

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের তুইচোই মৌজার দুর্গম জামপাড়া নামক স্থানে জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র গ্রুপের সাথে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর আলোচনা হয়েছে বলে স্থানীয় একটি সূত্রে খবর পাওয়া গেছে। এতে স্থানীয় জনমনে আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্রটি জানায়, গতকাল শুক্রবার (৭ জুলাই ২০২৩) দুপুরে অর্জুন চাকমার নেতৃত্বে জেএসএস সন্তু গ্রুপের ২৬ জনের একটি সশস্ত্র দল জামপাড়ায় এসে অবস্থান নেয়। এরপর শিয়ালতাই পাড়া ক্যাম্প থেকে বিজিবি’র ৮ জনের একটি দল সেখানে যায় এবং উভয় পক্ষের মধ্যে ঘন্টাখানিক আলোচনা হয়। তবে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এদিকে জেএসএস’র সশস্ত্র গ্রুপের সাথে বিজিবি সদস্যদের সাক্ষাত ও আলোচনার খবরে স্থানীয় জনগণ নানা আশঙ্কা প্রকাশ করছেন।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (৬ জুলাই) জেএসএস’র সশস্ত্র সদস্যরা সাজেক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ‘হঘড়া কিজিঙ’ নামক গ্রাম থেকে এক কার্বারিকে অপহরণ করে বলে অভিযোগ পাওয়া যায়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন