বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
রাঙামাটি জেলার সাজেক ইউনিয়নের মাজলঙের ৮ নম্বর গ্রাম থেকে গতকাল ১৬ ডিসেম্বর সকাল আনুমানিক ৬টার সময় জেএসএস-এর সন্তু গ্রুপ সন্ত্রাসীরা দুই ব্যক্তিকে অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে। অপহৃতরা হলেন চামেনী ছড়া গ্রামের বৈদ্য চাকমা ওরফে সুদোম (২২) ও মাজলঙ ৮নং গ্রামের মুক্তধন চাকমা(২৫) পিতা: ফালি চাকমা।
নিলয় চাকমার নেতৃত্বে সন্তু গ্রুপের ২২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী এ অপহরণ ঘটনা ঘটায়। সন্ত্রাসীরা বর্তমানে ভূয়াছড়িতে অবস্থান করছে বলে সূত্র জানিয়েছে।
ইউপিডিএফ রাঙামাটি জেলা ইউনিটের প্রধান সংগঠক শান্তিদেব চাকমা উক্ত অপহরণ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি অবিলম্বে তাদের ছেড়ে দেয়ার জন্য সন্তু গ্রুপের প্রতি আহ্বান জানান।