সাজেক: সেনাবাহিনীর প্রবল বাধা, হঠাৎ গাড়ি চলাচল বন্ধ করে দেয়াসহ, সমাবেশস্থল দখল, হুমকি ধমকি ও রক্তচক্ষু উপেক্ষা করে আজ ২৮ এপ্রিল শুক্রবার সাজেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকল প্রকার নারী নির্যাতন, ধর্ষন, খুনের বিচার, রমেল চাকমার খুনীদের সাজা, ধর্ষনের মেডিক্যাল রিপোর্ট প্রদানে পার্বত্য চট্টগ্রামে জারিকৃত গোপন সরকারী নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে ৫ নারী সংগঠন কতৃক ঘোষিত সমাবেশ ২৮ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৯টায় সময় সাজেকের শহীদ লাদুমনি বাজারে অনুষ্ঠিত হয়েছে।
শহীদ লাদুমনি বাজার থেকে মিছিলটি শুরু হয়ে স্থানীয় বনানী বনবিহার গেটসংলগ্ন রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাজেক নারী সমাজের সদস্য শুভ তারা চাকমাসহ অন্যান্যদের উপস্থিতিতে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা।
_________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।