সিএইচটিনিউজ.কম
বিশুদ্ধ খাবার পানির অভাবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে অর্ধশতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৩ মে) বিকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে দুর্গম ওই ইউনিয়নের শিয়ালদহলুই ও চাইল্যাতলি গ্রামে নারীসহ এ পাঁচজন মারা যান বলে রাঙামাটির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সুশোভন দেওয়ান জানান।
এর মধ্যে চাইল্যাতলি এলাকায় বৃহস্পতিবার ভোরের দিকে বিদ্যামোহন ত্রিপুরা (৮৫), লক্ষ্মী ত্রিপুরা (৫২) ও কুসুমমতী ত্রিপুরা (৪০) নামে তিনজনের মৃত্যু হয়।
আর শিয়ালদহলুই এলাকার বাতোরায় ত্রিপুরা (৩৫) ও ভদ্রবাস ত্রিপুরা (৪৫) মারা যান বুধবার বিকালে।
ডা. সুশোভন দেওয়ান বলেন, “ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুটি মেডিকেল টিম রওনা হয়েছে।”
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
————————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।