বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
গত ১৪ মে ২০১০ সকাল ১১:৩০টার সময় রাঙামাটি জেলা সদরের আনন্দ বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে গত ১৯ ও ২০ ফেব্রুয়ারী সাজেকে পাহাড়ি গ্রামে সেনা-সেটলার হামলায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে গেলে সেনাবাহিনী বাধা প্রদান করেছে। রাঙামাটি জেলা প্রশাসকের অনুমোদন থাকার পরও কেন ত্রাণ বিতরণ করা যাবেনা বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে দায়িত্বরত সেনা কর্মকর্তাদের কাছ থেকে জানতে চাইলে, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় ত্রাণ বিতরণ করতে হলে ব্রিগেড থেকে অনুমতি নিতে হবে। জেলা প্রশাসকের অনুমোদনে ত্রাণ বিতরণ করা যাবে না।।
উল্লেখ্য যে, রাঙামাটি জেলা প্রশাসক সৌমেন্দ্রনাথ চক্রবর্তী আনন্দ বিহার পরিচালনা কমিটিকে সাজেকে ত্রাণ বিতরণের জন্য অনুমোদন দেয়। ত্রাণ বিতরণে সেনাবাহিনী কেন বাধা প্রদান করেছে তা এখন জনমনে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যার কারণে তারা ত্রাণ বিতরণ করতে না পেরে বাঙামাটি ফিরে যেতে বাধ্য হয়।